এই মুহূর্তে




ফোনে আর শোনা যাবে না অমিতাভের কন্ঠে সাইবার সচেতনতার বার্তা, হঠা‍ৎ কি হল?




নিজস্ব প্রতিনিধি: আর শোনা যাবে না মেগাস্টার অমিতাভ বচ্চনের কন্ঠ। বিগ বি-কে নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। বর্তমানে কাউকে ফোন করতে গেলেই প্রথমে শোনা যেত অমিতাভের গলা। যেখানে তাঁকে রাশভারি কন্ঠে সাইবার অপরাধ নিয়ে ভারতীয় নাগরিকদের সতর্ক বার্তা দিতে শোনা যেত। কিন্তু আজ ২৬ জুন থেকে কাউকে ফোন করলেই বিগ বি-র কন্ঠে আর সেই সতর্ক ধ্বনি শোনা যাবে না। কিন্তু অমিতাভকে নিয়ে কেন এমন সিদ্ধান্ত নিল ভারত সরকার? কে অমিতাভ বচ্চনের কন্ঠের কলার টিউনটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল ভারত সরকার? আসলে এই নির্দিষ্ট প্রচারমূলক কর্মসূচীর মেয়াদ বৃহস্পতিবার (২৬ জুন) শেষ হচ্ছে, তাই ভারত সরকারও অমিতাভ বচ্চনের কন্ঠের রেকর্ড বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও দিন দিন বেড়েই চলেছে।

তাই ফোনে কলার টিউনের মাধ্যমে নাগরিকদের সতর্ক করার পদক্ষেপে নিয়েছিল সরকার। আর সেটিতে নিজের কন্ঠ দিয়েছিলেন অমিতাভ বচ্চন। যাতে মানুষের কাছে আরও দৃঢ়ভাবে বার্তাটি পৌঁছয়। তাই ব্যবহারকারীরা যখনই ফোন করতেন কাউকে তখনই আগে থেকে রেকর্ড করা এই বার্তাটি বাজানো হত। যা ছিল সাইবার জালিয়াতির বিরুদ্ধে সতর্ক থাকার একটি অনুস্মারক। এটি অনলাইন জালিয়াতির ক্রমবর্ধমান হুমকি সম্পর্কে জনসাধারণকে শিক্ষিত করার লক্ষ্যে সরকার-নেতৃত্বাধীন সচেতনতামূলক উদ্যোগের অংশ ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই সুরটি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। বারবার শোনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

অনেক ব্যবহারকারী দাবি করেছেন যে, জরুরি পরিস্থিতিতে, কলার টিউনটি কল সংযোগে অপ্রয়োজনীয় বিলম্ব ঘটাচ্ছে এই সতর্কতামূলক বার্তাটি। তাড়াহুড়োয় কাউকে ফোন করলে অনেক সমস্যায় পড়তে হচ্ছে নাগরিকদের। এমনকী কেউ কেউ অমিতাভ বচ্চনের সমালোচনা করেছেন, দীর্ঘ বার্তাটির জন্য তাঁকে ট্রোল করেছেন। পাশাপাশি অভিনেতাকে নিয়ে নানারকম মিমও তৈরি করা হচ্ছিল। কয়েকদিন আগে, বিগ বি তার কণ্ঠে ভাইরাল কলার টিউনের জন্য একজন এক্স ব্যবহারকারীর সঙ্গে বাকযুদ্ধেও জড়িয়েছিলেন। সোমবার (২৩ জুন), অভিনেতা তার এক্স হ্যান্ডেলে একটি এলোমেলো পোস্টে লিখেছিলেন, ‘হ্যাঁ, আমিও একজন প্রশংসক।’ এর প্রতিক্রিয়ায় একজন ব্যবহারকারী উত্তর দিয়েছেন, “তাহলে এখন ফোনে বলা বন্ধ করুন।” এরপর উত্তরে বিগ বিও বলেছিলেন, “সরকারকে গিয়ে বলো ভাই। আমাকে যা করতে বলা হয়েছে, তাই আমি করেছি।” এদিকে, কাজের ক্ষেত্রে, বিগ বি-কে পরবর্তী সময়ে সেকশন ৮৪-তে দেখা যাবে, যেখানে তার সঙ্গে অভিনয় করবেন নিমরত কৌর, ডায়না পেন্টি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তাঁর হাতে ব্রহ্মাস্ত্র এবং কল্কি ২৮৯৮ এডি-র দ্বিতীয় কিস্তিও রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩৭ বছরের ছোট জসলিনের সঙ্গে প্রেমের গুজব, অবশেষে মুখ খুললেন ভজন সম্রাট

২১ জুলাইয়ের মঞ্চে টলিউডের নতুন তারকাদের থাকার সম্ভাবনা

প্রতিদিন আত্মহত্যা করছেন ৮ কৃষক, বিধানসভায় তাস খেলায় মগ্ন মন্ত্রী

‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র

‘কী করছ এটা’, বাড়ির বাইরে ক্যামেরা দেখেই মেজাজ হারালেন বিগ বি, জোর ধমক পাপারাজ্জিদের

হিন্দু নন, তিরুপতি মন্দির থেকে ছাঁটাই ৪ কর্মচারী, ধর্মীয় বিতর্কের মুখে TTD

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ