নিজস্ব প্রতিনিধি: অসম নিবাসী ৬ বছর বয়সী রইজ রাজুয়া আহমেদ এবং তার ভাই পাঁচ বছরের আরিয়ান আহমেদ কয়েক দিন ধরেই বেশ চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। চিন্তার কারণ হল তাদের দাঁত। দুধের দাঁত পড়ে যাওয়ার পরে কোনমতেই আর ফাঁকা জায়গায় দাঁত গজায় না। এই কারণে তারা দুজনেই বন্ধু-বান্ধবদের কাছে ইতিমধ্যেই হাসির পাত্র হয়ে উঠেছে। পাশাপাশি তাদের খাবার খেতেও সমস্যা হচ্ছে। দাঁত না থাকায় তারা তাদের প্রিয় কোনও খাবারই চিবিয়ে খেতে পারছে না। কি করলে পুনরায় দাঁত গজাবে সেই নিয়ে দিবারাত্র চিন্তা করেও এই দুই ভাই কোন উপায় খুঁজে পাইনি। শেষে উপায়ন্তর না দেখে তারা দেশের সর্বেসর্বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখবে ঠিক করে। যেমন ভাবা তেমন কাজ! এক মুহূর্ত দেরি না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে উদ্দেশ্য করে রইস এবং আহমেদ লিখেছে একটি দুপাতার চিঠি। আর সেই চিঠি সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়েছে নেটপাড়ায়। এই দুই খুদের কান্ড দেখে হেসে খুন নেটিজেনরা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রইজ এবং আরিয়ানের প্রধানমন্ত্রী এবং অসমের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা চিঠির একটি ছবি পোস্ট করেন তাদের কাকা মুখতার আহমেদ। চিঠিতে লেখা রয়েছে, ‘শ্রদ্ধেয় মোদিজি আমার ৩টে দাঁত পড়ে যাবার পর আর কিছুতেই নতুন গজাচ্ছে না। দয়া করে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখুন এবং আমাদের বলুন কি করলে আমরা আমাদের দাঁত ফেরত পাব। দাঁত না থাকার কারণে আমরা আমাদের প্রিয় খাবার খেতে পারছি না। ওই দুই খুদের কাকা আরও জানিয়েছেন, তিনি যখন বাড়িতে ছিলেন না, কাজের জন্য বাইরে গিয়েছেন তখনই তার ভাইপো এবং ভাইজি এই চিঠিটি লেখে। ভাইপো, ভাইজির এহেন কাণ্ডে তারও চোখ কপালে উঠেছে। টুইটারে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে ট্যাগ করে মজা করে লিখেছেন, ‘দয়া করে আপনারা কিছু করুন কারণ তারা সত্যিই তাদের পছন্দের খাবার খেতে পারছে না।’