এই মুহূর্তে




মারণরোগের ছোবল! ৪৪ বছরেই না ফেরার দেশে পাড়ি দিলেন জনপ্রিয় গায়িকা




নিজস্ব প্রতিনিধি: মাত্র ৪৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অসমীয়া গায়িকা গায়ত্রী হাজারিকা। যাঁর বিখ্যাত গানগুলির মধ্যে একটি ‘সারা পাতে পাতে ফাগুন নাম’। জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরেই কোলন ক্যান্সারের ভুগছিলেন। শেষমেশ মৃত্যুকে পরাজিত করতে পারলেন না গায়িকা। তাঁর মৃত্যুতে গোটা অসমীয়া চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। সুরেলা কন্ঠ দিয়ে ভক্তদের মন জয় করে নিয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা অসম। শুক্রবার (১৬ মে) দুপুর ২:১৫ মিনিট নাগাদ মারা গিয়েছেন গায়ত্রী হাজারিকা। তিনি নেমকেয়ার নামক একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সেই হাসপাতালের চিকিৎসক হরিশ বড়ুয়া জানিয়েছেন, ‘এটা আমাদের সকলের জন্যে খুবই দুঃখের দিন। আমরা গায়ত্রী হাজারিকাকে হারিয়েছি। তিনি ক্যান্সারে ভুগছিলেন এবং আমাদের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিন দিন আগে তার অবস্থার অবনতি হওয়ার পর তাঁকে ভর্তি করা হয়েছিল আমাদের হাসপাতালে। এবং গতকাল তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে সঙ্গীত সুরকার জয়ন্ত কাকোটি জানিয়েছেন, “গায়ত্রীর মৃত্যুর খবর পেয়ে আমি দ্রুত নেমকেয়ার হাসপাতালে যাই। তিনি একজন অত্যন্ত প্রতিভাবান গায়িকা ছিলেন। এত অল্প বয়সে তার মৃত্যু সঙ্গীত জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।”

অসমের কৃষিবিদ অতুল বোরা এক্স-এ গায়ত্রী হাজারিকার প্রতি সমবেদনা প্রকাশ করে জানিয়েছেন, “গায়ত্রী হাজারিকার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর প্রাণময় কণ্ঠ অসমীয়া সঙ্গীতকে সমৃদ্ধ করেছে এবং অসংখ্য হৃদয় ছুঁয়েছে। এটি একটি বিরাট ক্ষতি। তাঁর পরিবার এবং ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা। ওম শান্তি !” এরপর আসামের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা বলেছেন, “বিখ্যাত অসমীয়া গায়িকা গায়ত্রী হাজারিকার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।” গায়ত্রী হাজারিকা ‘সারা পাতে পাতে ফাগুন নাম’, ‘এমান সেমেকা কাঠারে’ এবং ‘মাথু এজাক বোরক্সুন’-এর মতো একাধিক কালজয়ী ক্লাসিকগুলিতে তাঁর প্রাণময় কণ্ঠ দিয়েছেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘সংস্থার ইতিহাসে সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন দিন’, কর্মীদের চিঠি টাটা চেয়ারম্যানের

সাম্প্রদায়িক দাঙ্গায় জ্বলছে ধুবড়ি, দেখামাত্রই গুলি চালানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

এয়ার ইন্ডিয়ার সমস্ত বোয়িং ড্রিমলাইনার বিমানের নিরাপত্তা পরীক্ষা করা হবে, এল ডিজিসিএর কড়া নির্দেশ

চলন্ত এক্সপ্রেসে নাবালিকাকে যৌন ইঙ্গিত, অভিযুক্ত ব্যক্তিকে মাটিতে ফেলে পেটালেন যাত্রীরা

দু’দিন আগেই রাঙা হয়েছিল সিঁথি, বিমান দুর্ঘটনায় মুছল নববধূর সিঁদুর

‘আনন্দ’-তে রাজেশ খান্নার জায়গায় তাকে নিতে পরিচালককে চাপ দিয়েছিলেন ধর্মেন্দ্র

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ