24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:43 am
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি-তথ্যচিত্রের প্রতিবাদে দিল্লিতে বিবিসির দফতরের বাইরে পড়ল পোস্টার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। পোস্টার লাগিয়েছে হিন্দু সেনা। সংস্থার প্রধান বিষ্ণু গুপ্তা জানিয়েছে, বিবিসি ভারতের কাছে বিপজ্জনক। দেশের ঐক্য বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে। দেশে বিভাজন চালানোর চেষ্টা করছে। প্রধানমন্ত্রী মোদির ভাবমূর্তি কলঙ্কিত করতে চাইছে। তার প্রতিবাদে দিল্লিতে সংস্থার দফতরের সামনে পোস্টার সাঁটা হয়েছে।
জানা গিয়েছে, বিবিসির দিল্লির দফতরে পোস্টার লাগাতে গিয়েছিলেন হিন্দু সেনার দুই সদস্য। গিয়েছিল দুপুরে। রবিবার ছুটির দিন থাকায় সংস্থার দফতরে কর্মী সংখ্যা কম ছিল। তাই, বিনা বাধায় তারা বিবিসির দফতরে গিয়ে দরজায় কিছু পোস্টার সাঁটিয়ে আসে। কয়েকটি পোস্টার দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়।
যদিও হিন্দু সেনার এই পদক্ষেপ নিয়ে নানা প্রান্তে শুরু হয়েছে সমালোচনা। প্রশ্ন উঠছে, প্রতিবাদ যদি করতেই হয়, তাহলে রবিবার দুপুরকে বেছে নেওয়া হল কেন? আর কেনই বা মাত্র দুইজনকে ওই কাজের জন্য পাঠালো হিন্দু সেনা। কেন্দ্রের তরফ থেকে ইতোমধ্যে ওই তথ্যচিত্র নিয়ে বিবৃতি জারি করে বলা হয়েছে, বিবিসি ইচ্ছাকৃতভাবে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাইছে। তথ্যচিত্র প্রকাশের বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর প্রধানমন্ত্রী মোদি এই নিয়ে মুখ খোলেন। দিয়েছেন জ্বালাময়ী ভাষণ। অন্যদিকে, ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওই তথ্যচিত্রের প্রদর্শনকে কেন্দ্র করে তেতে ওঠে ক্যাম্পাস। সরকার ইতোমধ্য়ে ওই তথ্যচিত্রের প্রদর্শনের ওপর জারি করে নিষেধাজ্ঞা।
আরও পড়ুন মোদির তথ্যচিত্র প্রদর্শন ঘিরে অশান্ত দিল্লি বিশ্ববিদ্যালয়, পুলিশের লাঠিচার্জ