নিজস্ব প্রতিনিধিঃ শুরু হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল জি-২০ সম্মেলন। ২২শে নভেম্বর বুধবার এই সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে যোগদান করবেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। তবে এই সম্মেলনে অনুপস্থিত থাকতে পারেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেত্তি জানিয়েছেন,’ মার্কিন প্রেসিডেন্ট ভার্চুয়াল জি-২০ সম্মেলনে অংশ নিতে পারবেন কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি।‘ তবে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জি-২০ ভার্চুয়াল সম্মেলনে অংশগ্রহণ করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গত ১০ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদান করেননি পুতিন। তবে সেখানে উপস্থিত ছিলেন বাইডেন। তাই পুতিনের সেই অনুপস্থিতি নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। কূটনৈতিক মহলের একাংশ ভারত-রাশিয়ার সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। মনে করা হচ্ছিল, নয়াদিল্লির আমেরিকা ঘনিষ্ঠতায় কিছুটা হলেও রুষ্ট মস্কো। কিন্তু সেই সমস্ত জল্পনা উড়িয়ে বন্ধু মোদির ডাকে সাড়া দিলেন পুতিন।
এ প্রসঙ্গে বলে রাখা দরকার, ভারত-রাশিয়ার সম্পর্ক বহু পুরনো। তবে সম্প্রতি নয়াদিল্লি- মার্কিন যুক্তরাষ্ট্র কাছাকাছি এলেও মস্কোর সঙ্গে যে পুরনো সম্পর্কের সুতোয় টান পড়েনি তা একাধিকবার স্পষ্ট করে দিয়েছে ভারত। ২২শে নভেম্বর থেকে শুরু হওয়া জি-২০ সম্মেলনে ৯টি অতিথি দেশ এবং ১১টি আন্তর্জাতিক সংস্থার প্রধানরা ভার্চুয়ালি ভাবে অংশগ্রহণ করবেন । এই সম্মেলন শেষ হবে ৩০ নভেম্বর। জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করবেন প্রদজান্মন্ত্রি নরেন্দ্র মোদি। তবে এই সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির এই অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে জল্পনা।