27ºc, Haze
Friday, 24th March, 2023 9:25 pm
নিজস্ব প্রতিনিধি: ক্ষমা না চাইলে রাহুল গান্ধিকে (Rahul Gandhi) সংসদে (Parliament) কথা বলতে দেবে না বিজেপি, এমনটা খবর সূত্রের। বিজেপির অভিযোগ, ব্রিটেন সফরে গিয়ে রাহুল ‘দেশকে অপমান’ করেছেন। তাই কংগ্রেস সাংসদকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। রাহুলের ক্ষমা প্রার্থনার দাবিতে ৪ দিন ধরে ধারাবাহিক ভাবে লোকসভা এবং রাজ্যসভায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি সাংসদরা।
শুক্রবার বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা টুইট করে রাহুলকে নিশানা করেছেন। টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘বিদেশী হস্তক্ষেপের দাবি করে আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে রাহুল বিদেশের মাটিতে জঘন্য এবং গুরুতর আক্রমণাত্মক মন্তব্য করেছেন। যদি তিনি সংসদের বিষয়ে সচেতন হন তবে সংসদের শরণ নেওয়ার আগে তাঁর অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত ছিল। আপনি সংসদকে দুর্বল করে এর শরণ নিতে পারেন না। দেশের কাছে আগে ক্ষমা চান।’
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এর আগে বৃহস্পতিবার রাহুল গান্ধির নিঃশর্ত ক্ষমা চাওয়ারও দাবি জানান। তিনি বলেন, ‘তিনি (রাহুল গান্ধি) জানেন না পদ্ধতি এবং নীতি দ্বারা পরিচালিত হয় হাউস। আমি তার জন্য নিয়মের পুস্তিকাও এনেছিলাম। তিনি সংসদে উপস্থিত থাকলে বুঝতে পারবেন। তিনি পড়েন না এবং খুব কম সংসদে আসেন। একের পর এক মিথ্যা বলা তাঁর অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আপনি মিথ্যা বলে দেখানোর চেষ্টা করেছেন যে আপনি সংসদের চেয়েও বড়, দেশের চেয়েও বড়। নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া উচিত তাঁর।’
উল্লেখ্য চলতি মাসের শুরুতে ব্রিটেন সফরে গিয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ সংসদে ভাষণও দিয়েছিলেন। ওই ভাষণে তিনি বলেছিলেন, ‘ভারতে আজ গণতন্ত্র আক্রমণের মুখে। সংসদে বিরোধীদের বলতে দেওয়া হয় না। এমনকী কোনও প্রশ্ন করতে গেলে মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়।’ ওই মন্তব্যের পরেই রাহুলের বিরুদ্ধে তেড়েফুঁড়ে আক্রমণ শানাতে শুরু করেছে বিজেপি ও গেরুয়া শিবিরের দালাল হিসেবে পরিচিত সংবাদমাধ্যমের একাংশ। প্রাক্তন কংগ্রেস সভাপতি বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশকে অপমান করেছেন বলে অভিযোগ তুলে ‘দেশদ্রোহীর’ তকমাও সাঁটিয়ে দিয়েছে।