এই মুহূর্তে




দেশের পরবর্তী প্রধান বিচারপতির কে হচ্ছেন? সামনে এল নাম




নিজস্ব প্রতিনিধিঃ ভারতের পরবর্তী প্রধান বিচারপতি (CJI) হতে চলেছেন ভূষণ রামকৃষ্ণ গাভাই। আগামী ১৪ মে তাঁর শপথগ্রহণ। বিচারপতি গাভাই দেশের ৫২ তম বিচারপতি হতে চলেছেন। জানা গিয়েছে, বিচারপতি গাভাই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে ছয় মাস দায়িত্ব পালন করবেন। বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে রয়েছেন সঞ্জীব খান্না। তিনি আগামী মাসে জন্মদিনের ঠিক একদিন আগে অর্থাৎ ১৩ মে অবসর গ্রহণ করবেন। বর্তমানে ভূষণ রামকৃষ্ণ গাভাই সুপ্রিমকোর্টের দ্বিতীয় সিনিয়র বিচারপতি। তিনি আগামী ১৪ মে অর্থাৎ সঞ্জীব খান্নার অবসর গ্রহণের ঠিক একদিন পর সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথগ্রহণ করবেন। 

রীতি মেনে আইন মন্ত্রক পরবর্তী প্রধান বিচারপতির নাম প্রস্তাবের জন্য প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার সুপারিশ চেয়েছিল। প্রধান বিচারপতি কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইকে তাঁর উত্তরসূরি হিসেবে মনোনীত করার প্রস্তাব পাঠিয়েছেন। তবে বিচারপতি গাভাই নভেম্বরে অবসর গ্রহণের কারণে আগামী ছয় মাসের জন্য ভারতের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। ২০০৭ সালে দেশের সর্বোচ্চ বিচারক পদে উন্নীত বিচারপতি কেজি বালাকৃষ্ণণের পর তিনিই হবেন দেশের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি। বিআর গাভাইয়ের জন্ম ১৯৬০ সালের ২৪ নভেম্বর। তিনি মহারাষ্ট্রের অমরাবতীতে জন্মগ্রহণ করেছেন। তিনি ১৯৮৫ সালের ১৬ মার্চ আইনজীবী সমিতিতে যোগ দেন। এবং মহারাষ্ট্র হাইকোর্টের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল এবং বিচারক ব্যারিস্টার রাজা ভোঁসলের সঙ্গে কাজ করেন।

এরপর তিনি ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বোম্বে হাইকোর্টে স্বাধীনভাবে প্র্যাকটিস করেছেন। এরপর তিনি মূলত সাংবিধানিক আইন এবং প্রশাসনিক আইন সম্পর্কিত বিষয়ে বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে প্র্যাকটিস করেন। এরপর ১৯৯২ সালের অগস্টে তিনি বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে সহকারী সরকারি আইনজীবী এবং অতিরিক্ত সরকারি আইনজীবী নিযুক্ত হন। ২০০০ সালে তিনি নাগপুর বেঞ্চের জন্য সরকারি আইনজীবী এবং সরকারি আইনজীবী নিযুক্ত হন। বিচারপতি গাভাই ২০০৩ সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এবং ২০০৫ সালে স্থায়ী বিচারপতি হন। ২০১৯ সালে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে উন্নীত হন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাতেই পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত? সেনাপ্রধানের সঙ্গে ফের বৈঠক মোদির

অক্ষয় তৃতীয়াতেই ধাক্কা, মাদার ডেয়ারির পর দুধের দাম বাড়াল আমুল

স্কুলছাত্রের উপর অমানবিক অত্যাচার, পাকিস্তানি পতাকায় মূত্রত্যাগ করতে বাধ্য করল দুষ্কৃতীরা

১ মে থেকে দেশে পাঁচটি বড়সড় পরিবর্তন, চাপ পড়তে চলেছে পকেটে

পুলিশের ভ্যান থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ১ আসামির, পথ অবরোধ নিহতের পরিবারের

রাহুলের দাবি মানল মোদি সরকার, দেশজুড়ে হবে জাতিগত সুমারি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর