এই মুহূর্তে




ব্যাটারি ফেটে বিস্ফোরণ, ঘৃতাহুতি দিয়েছিল স্মার্ট ফোন, অন্ধ্রে অগ্নিদগ্ধ বাস কাণ্ডে উঠে এল নয়া তথ্য

নিজস্ব প্রতিনিধি: বেঙ্গালুরু-হায়দরাবাদ NH ৪৪-এ ভয়াবহ দুর্ঘটনা দিয়ে শুরু হয়েছিল। শুক্রবার ভোরে কালের্বরম ট্রাভেলসের একটি ভলভো বাসে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় সেই বাস। বাসের ১৫ জন যাত্রীকে উদ্ধার করা গেলেও ২০ জনের মৃত্যু হয়। শনিবার অন্ধ্রপ্রদেশ পুলিশ জানিয়েছে যে কুর্নুল জেলায় একটি বাইকের সঙ্গে ধাক্কা খেয়ে বাসের দুটি ১২ কেভি ব্যাটারি বিস্ফারিত হয়। তবে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বাসে অনেকগুলি স্মার্টফোন নিয়ে যাওয়া হয়েছিল। ফলে আগুনে ঘৃতাহুতি দেয় সেগুলি।

শুক্রবার দুর্ঘটনার আগে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল একটি বাইকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। বাইকটি বাসের চাকায় তলায় চাপা পড়ে।  তারপরেই বাইকের জ্বালানি ট্যাঙ্ক ফেটে যায় এবং আগুন ধরে যায়। বাসের ১৯ যাত্রী এবং বাইক আরোহী সহ মোট ২০ জনের মৃত্যু হয়।ফরেনসিক বিশেষজ্ঞদের মতে, হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী বেসরকারি স্লিপার বাসটিতে প্রায় ৪৬ লক্ষ টাকা মূল্যের ২৩৪টি স্মার্টফোন ছিল। একজন ব্যবসায়ী সেগুলি নিয়ে যাচ্ছিলেন। আধিকারিকরা জানিয়েছেন, আগুন লাগার পর ডিভাইসের ভেতরে থাকা লিথিয়াম-আয়ন ব্যাটারি সম্ভবত বিস্ফোরিত হয়েছিল। ফলের যাত্রীদের কেবিনে আগুন ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি।

প্রাথমিক তদন্তে বাসের সামনের দিকে জ্বালানি লিকেজ থাকার কথা বলা হয়েছে। বাইকটি গাড়ির নিচে আটকে যাওয়ার পরে এর ফলেই আগুন ধরে গিয়েছিল। দমকলকর্তারা আরও জানান, তাপে বাসের অ্যালুমিনিয়ামের মেঝে গলে যায়। এর ফলে ধ্বংসযজ্ঞ বেশি হয়। অন্ধ্রপ্রদেশ ফায়ার সার্ভিসেস এবং ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞরা একটি প্রতিবেদন জমা দিয়েছেন যা নিশ্চিত করে যে স্মার্টফোনের চালান এবং বাসের ব্যাটারি আগুন ছড়িয়ে পড়াকে ত্বরান্বিত করেছিল।

তবে, কুর্নুল রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) অফ পুলিশ কোয়া প্রবীণ জানিয়েছেন যে, বাসে থাকা দুটি ১২ কেভি ব্যাটারিই আগুনের কারণ, স্মার্টফোনের চালান নয়। তিনি দাবি করেছেন স্মার্টফোন বেশিরভাগই অক্ষত ছিল। পুড়ে যাওয়া মৃতদেহগুলির ডিএনএ মিলিয়ে দেখা হচ্ছে পরিচয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চিন সীমান্তে নতুন সামরিক বিমানঘাঁটি উদ্বোধন ভারতের, নেপথ্যে কোন পরিকল্পনা?

ভিএইচপি নেতার গ্রেফতারি, চাপের মুখে প্রশাসন? রাতারাতি বদলি করা হল ‘লেডি সিংহম’ ADM ঋতুকে

CPIM-র ৬ কর্মীকে অপহরণ ও খুনে ৪৫জনকে যাবজ্জীবন

তীব্রতা ছিল ভয়ানক, লালকেল্লায় বিস্ফোরণস্থল থেকে প্রায় ৩০০ মিটার দূরে দোকানের ছাদে উদ্ধার কাটা হাত

দিল্লিতে ফের বিস্ফোরণ, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

ডিসেম্বরের ৬ তারিখ পরিকল্পনা ছিল ছয় বিস্ফোরণের, বাবরি ধ্বংসের প্রতিশোধ নিতেই বেছে নেওয়া হয় তারিখ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ