এই মুহূর্তে




স্বস্তি! ১৪ মাস ধরে UAE-তে আটক সেলিনা জেটলির ভাইকে দেশে ফেরানোর নির্দেশ দিল্লি হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি: বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ভাই, অবসরপ্রাপ্ত মেজর বিক্রান্ত কুমার জেটলিকে ১৪ মাসেরও বেশি সময় ধরে সংযুক্ত আরব আমিরশাহি (UAE)-তে আটক করে রাখার ঘটনায় অবশেষে স্বস্তি পেলেন অভিনেত্রী। তাঁর করা একটি আবেদনের ভিত্তিতে সোমবার (৩ নভেম্বর, ২০২৫) দিল্লি হাইকোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে, যাতে দ্রুত বিক্রান্ত জেটলি কে কার্যকর আইনি সহায়তা দেওয়া হয়। ​হাইকোর্টের এই নির্দেশে অভিনেত্রী সেলিনা জেটলি তাঁর ভাইয়ের জন্য আশার আলো দেখতে পাচ্ছেন। বেশ কয়েক মাস ধরেই অভিনেত্রীর ভাই নিখোঁজ ছিলেন। এরপর জানা যায়, আরব আমিরাতে অভিনেত্রীর ভাইকে আটকে রাখা হয়েছে। অবশেষে দিল্লি হাইকোর্টের নির্দেশে খানিকটা স্বস্তি পেলেন অভিনেত্রী। গতবছর ৬ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে একটি আবেদন করেছিলেন অভিনেত্রী। যেখানে অভিনেত্রী দাবি করেছিলেন যে, তাঁর ভাইকে সংযুক্ত আরব আমিরাতে বেআইনিভাবে অপহরণ করে আটক করা হয়েছে।

ভারতীয় কর্তৃপক্ষের কাছে তিনি বারবার আবেদন করার পরেও, তিনি এক বছর ধরে তার ভাইয়ের কল্যাণ বা আইনি অবস্থা সম্পর্কে কোনও তথ্য পান নি। সোমবারের শুনানিতে দিল্লি হাইকোর্ট জানিয়েছে যে, জাতীয় নিরাপত্তা-সম্পর্কিত মামলায় সংযুক্ত আরব আমিরাতে বিক্রান্তকে গ্রেফতার করা হয়েছে। তবে তাঁকে ভারতীয় কনস্যুলার অ্যাক্সেস দেওয়া হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে দেশে ফেরানোর জন্যে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হচ্ছে। বিক্রান্ত কুমার জেটলির জন্য কার্যকর আইনি সহায়তার ব্যবস্থা করতে হবে। তবে, সেলিনার আইনজীবী স্পষ্ট করেছেন যে, বিক্রান্ত তাঁর স্ত্রীর সঙ্গে বিচ্ছিন্ন। বিক্রান্ত ২০১৬ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছিলেন, মাটিতি গ্রুপের সঙ্গে কাজ করছেন। ​বিচারপতি শচিন দত্ত কেন্দ্রকে নির্দেশ দিয়েছেন যে, ​বিক্রান্তের অবস্থা ও আইনি প্রক্রিয়া সম্পর্কে তাঁর পরিবারের সদস্যদের জানানোর জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করতে হবে। ​সেলিনা জেটলি এবং তাঁর ভাইয়ের মধ্যে যোগাযোগ নিশ্চিত করার চেষ্টা করতে হবে। ​আদালত এই বিষয়ে কেন্দ্রের কাছ থেকে একটি স্টেটাস রিপোর্টও চেয়ে পাঠিয়েছে এবং পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ৪ ডিসেম্বর।

 

 

View this post on Instagram

 

A post shared by Celina Jaitly (@celinajaitlyofficial)

অভিনেত্রী এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করে জানিয়েছেন যে, “আমার ভাই ১৪ মাস ধরে আটক সংযুক্ত আরব আমিরাতে। তুমি আমাদের জন্য লড়াই করেছ, ভাই, এখন আমাদের তোমার পিছনে দাঁড়ানোর সময়। আমার সরকার, একমাত্র সংস্থা যা আমি বিশ্বাস করি, ভারত সরকার, এবং আমি জানি যে তারা এই সৈনিককে রক্ষা করার জন্য সবকিছু করবে যিনি তার পুরো যৌবন আমাদের জাতির সেবায় উৎসর্গ করেছেন।” ​জানা গিয়েছে, সেলিনা জেটলির ভাই, ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল ফোর্সেসের অবসরপ্রাপ্ত মেজর বিক্রান্ত কুমার জেটলিকে গত বছরের সেপ্টেম্বর (২০২৪) থেকে UAE-তে একটি “জাতীয় নিরাপত্তা সংক্রান্ত” মামলায় আটক রাখা হয়েছিল। ​গত ১৪ মাসেরও বেশি সময় ধরে তাঁর ভাই সে দেশে যথাযথ আইনি ও চিকিৎসার সাহায্য পাচ্ছেন না। ​আটক হওয়ার পর থেকে সেলিনা তাঁর ভাইয়ের সঙ্গে একবারও কথা বলতে পারেননি। ​বারবার আবেদন জানানো সত্ত্বেও, বিদেশ মন্ত্রক তাঁর ভাইয়ের অবস্থা ও আইনি স্থিতি সম্পর্কে কোনো সঠিক তথ্য দিতে পারেনি। দীর্ঘকাল আটকের ফলে তাঁর ভাই মানসিক কষ্টে ভুগছেন এবং স্মৃতিভ্রংশ সহ অন্যান্য গুরুতর অসুস্থতায় আক্রান্ত হচ্ছেন। তাই ১৪ মাসের লড়াইয়ের পর দিল্লি হাইকোর্টের নির্দেশে সেলিনা জেটলি আশার আলো দেখছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘লালকেল্লার বিস্ফোরণ সন্ত্রাসবাদীদেরই কাজ’, ৪৮ ঘন্টা বাদে স্বীকার করে নিল কেন্দ্র

হরিয়ানার ফরিদাবাদে মিলল আত্মঘাতী জঙ্গি উমরের লাল রংয়ের ইকোস্পোর্ট

অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে যোগ, সিআইডির জেরার মুখে প্রকাশ রাজ

‘যব মেট জয়-বীরু’, একাই গাড়ি চালিয়ে বন্ধু ধর্মেন্দ্রকে দেখতে গেলেন অমিতাভ

মিছিলে মুখ্যমন্ত্রীর পাশে হাঁটা, সরকারি অনুষ্ঠানে যোগদান, তবে কী তৃণমূলে যোগ দিচ্ছেন রাজা-মধুবনী?

লালকেল্লা বিস্ফোরণ: লাল রংয়ের ফোর্ড ইকো স্পোর্টের খোঁজে হন্যে গোয়েন্দারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ