এই মুহূর্তে




শিশু মৃত্যুর ঘটনায় বন্ধ হল কোল্ডরিফ কাফ সিরাপ সংস্থা, গ্রেফতার মালিক

নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে শিরোনামে কোল্ডরিফ কাশির সিরাপ প্রস্তুতকারক স্রেসান ফার্মাসিউটিক্যালস। এই সংস্থার মালিক বর্তমানে পুলিশি জিম্মায়। মধ্যপ্রদেশ এবং রাজস্থানে কমপক্ষে ২১ টি শিশুর মৃত্যু হয়েছে কোল্ডড্রিফ কাফ সিরাফ সেবনে। তারপরেই সংস্থা মালিককে গ্রেফতার করা হয়েছে। সিরাপে প্রচুর পরিমাণে বিষাক্ত শিল্প রাসায়নিক ডাইথিলিন গ্লাইকল পাওয়া গিয়েছে। সংস্থার কর্ণধার রঙ্গনাথনকে বুধবার রাতে চেন্নাই থেকে গ্রেফতার করা হয়। ট্রানজিট রিমান্ড পাওয়ার পর তাকে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায় নিয়ে যাওয়া হবে। এই ছিন্দওয়ারা জেলা থেকেই বেশিরভাগ মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। মধ্যপ্রদেশ পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রঙ্গনাথনকে আটক করার কিছুক্ষণ পরেই তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে কাশির সিরাপটি মধ্যপ্রদেশ ছাড়াও ওড়িশা এবং পুদুচেরিতেও সরবরাহ করা হয়েছিল।

তামিলনাড়ু ড্রাগস কন্ট্রোল ডিপার্টমেন্টের ২৬ পৃষ্ঠার একটি প্রতিবেদনে কান্সিপুরার ফার্মা কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে কাশির সিরাপ তৈরির বিষয়টি তুলে ধরা হয়েছে। রাজ্য নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক চিহ্নিত ৩৫০টি বিষয় লঙ্ঘনের মধ্যে ছিল মরচে পড়া সরঞ্জামের ব্যবহার এবং যথেচ্ছ রাসায়নিকের অবৈধ ব্যবহার। তামিলনাড়ু নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক পরিদর্শনে দেখা গিয়েছে যে অনুমোদিত সীমা মাত্র ০.১ শতাংশ হলেও ৪৮ শতাংশ পর্যন্ত ডাইথিলিন গ্লাইকল যোগ করা হয়েছে। গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (GMP) সার্টিফিকেশন না থাকা সত্ত্বেও, রঙ্গনাথনের কোম্পানি জেনেরিক ওষুধ তৈরি এবং বিক্রি চালিয়ে যাচ্ছিল। এই সকল তথ্য প্রকাশের পরেই নিয়ন্ত্রক সংস্থাটি রঙ্গনাথনের কাফ সিরাপ কোম্পানির লাইসেন্স স্থগিত করে উৎপাদন বন্ধের আদেশ জারি করে।

এই ফার্মা কোম্পানিটির কাঞ্চিপুরমে কারখানা ছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্র এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, কোল্ডরিফে বিষাক্ত রাসায়নিক সনাক্ত হওয়ার পর সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) ইতিমধ্যেই ওষুধের উৎপাদন লাইসেন্স বাতিলের অনুরোধ করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কর্মকর্তারা আরও জোর দিয়ে বলেছেন যে উৎপাদন ইউনিটগুলিতে নিয়ন্ত্রক সম্মতি নিশ্চিত করার দায়িত্ব রাজ্য ওষুধ নিয়ন্ত্রকদের। ফর্ম ২৫ বা সাধারণ ফর্মুলেশন অ্যালোপ্যাথিক ওষুধ তৈরির লাইসেন্স সংশ্লিষ্ট রাজ্যের ওষুধ নিয়ন্ত্রকদের দ্বারা জারি এবং পরিচালিত হয়। তবে, লাইসেন্স বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য ওষুধ নিয়ন্ত্রকের উপর নির্ভর করে।
Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বৃহস্পতিতে দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার, কারা হবেন নতুন সরকারে মন্ত্রী?

অন্ধ্রে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ! শীর্ষনেতা হিডমার মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে আরও ৭ মাওবাদী খতম

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

মর্মান্তিক! অস্ট্রেলিয়ায় ৮ মাসের গর্ভবতী ভারতীয় মহিলাকে পিষে মারল বিএমডাব্লু গাড়ি

দিল্লি বিস্ফোরণে নাম জড়ানো আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করল ইডি

হাসিনার ফাঁসির রায়ের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ