এই মুহূর্তে




হরিয়ানার ফরিদাবাদে মিলল আত্মঘাতী জঙ্গি উমরের লাল রংয়ের ইকোস্পোর্ট

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হন্য হয়ে খোঁজার পরে অবশেষে মিলল সাফল্য। লালকেল্লার বিস্ফোরণে জড়িত সন্দেহে ফোর্ডের লাল রংয়ের যে ইকোস্পোর্ট গাড়িটির খোঁজ চলছিল, বুধবার (১২ নভেম্বর) হরিয়ানার ফরিদাবাদের খন্দাবলিতে পরিত্যক্ত অবস্থায় সেটির খোঁজ মিলেছে। গাড়িটির খোঁজ মেলার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণের আশঙ্কায় গোটা এলাকা খালি করে দেওয়া হয়েছে। ডেকে পাঠানো হয়েছে ফরেনসিক বিশেষজ্ঞদেরও।

গত সোমবার সন্ধে ৬টা বেজে ৫২ মিনিটে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লালকেল্লা সংলগ্ন এলাকা। গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে প্রাণ হারিয়েছেন ১২ জন। আহত হয়েছেন ৩০ জন। সিসিটিভি ফুটেজ দেখে রাতেই বিস্ফোরণে ব্যবহৃত হুন্ডাই আই ২০ গাড়ির মালিক মহম্মদ সলমনকে আটক করে পুলিশ। জেরায় সে জানায়, গাড়িটি আগেই পুলওয়ামার এক বাসিন্দাকে বিক্রি করে দিয়েছিলেন তিনি। তবে নথিপত্রে তখনও নামবদল হয়নি। পরে বিভিন্ন সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়িটির এখনকার মালিক চিকিৎসক উমর মহম্মদই বিস্ফোরণের আগে গাড়িটি চালাচ্ছিলেন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে লালকেল্লার কাছে একটি পার্কিংয়ে দাঁড়িয়ে ছিল গাড়িটি।ইতিমধ্যেই পুলওয়ামার কোয়েল গ্রামের বাসিন্দা উমরের মা ও দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও বাবা গুলাম নবি ভাটের মানসিক অবস্থার কথা মাথায় রেখে তাকে গ্রেফতার করা হয়নি। শুধু আটক করা হয়েছে। বিস্ফোরণস্থল থেকে পাওয়া দেহাংশ শনাক্ত করার জন্য মঙ্গলবার উমরের মা ও বাবার ডিএনএ সংগ্রহ করা হয়।

লালকেল্লার বিস্ফোরণের ক্ষেত্রে হুন্ডাইয়ের আই২০ মডেলের গাড়িটির জড়িত থাকার প্রমাণ পাওয়ার পরেই ফোর্ডের লাল রংয়ের ইকোস্পোর্ট মডেলের আরও একটি গাড়ির যোগসূত্র সংক্রান্ত প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা। গাড়িটির  রেজিস্ট্রেশন দিল্লিতেই। নম্বর হল-ডিএল ১০সিকে ০৪৫৮ (DL10CK0458)। ওই গাড়িটিও বিস্ফোরণে নিহত জঙ্গি উমর নবির নামে আঞ্চলিক পরিবহণ দফতরের কার্যালয়ে নথিভুক্ত রয়েছে। ২০১৭ সালে নিবন্ধীকরণ হয়েছিল।

ওই গাড়ির খোঁজে দিল্লি পুলিশের তরফে পাঁচটি বিশেষ দল তৈরি করা হয়েছিল। তারা চরকি পাক খেয়ে খুঁজে চলছিল। পাশাপাশি হরিয়ানা ও উত্তরপ্রদেশ পুলিশকেও এ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছিল। দিল্লি পুলিশের তরফে সতর্কবার্তা পেয়েই তল্লাশি শুরু করে হরিয়ানা পুলিশ। সন্ধে নাগাদ খন্দাবলিতে গাড়িটির খোঁজ মেলে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভিএইচপি নেতার গ্রেফতারি, চাপের মুখে প্রশাসন? রাতারাতি বদলি করা হল ‘লেডি সিংহম’ ADM ঋতুকে

CPIM-র ৬ কর্মীকে অপহরণ ও খুনে ৪৫জনকে যাবজ্জীবন

তীব্রতা ছিল ভয়ানক, লালকেল্লায় বিস্ফোরণস্থল থেকে প্রায় ৩০০ মিটার দূরে দোকানের ছাদে উদ্ধার কাটা হাত

দিল্লিতে ফের বিস্ফোরণ, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

ডিসেম্বরের ৬ তারিখ পরিকল্পনা ছিল ছয় বিস্ফোরণের, বাবরি ধ্বংসের প্রতিশোধ নিতেই বেছে নেওয়া হয় তারিখ

পরিবারের সঙ্গে ১০০ শতাংশ মিলেছে DNA, লালকেল্লায় বিস্ফোরণ ঘটানো গাড়িতে ছিলেন চিকিৎসক উমরই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ