26ºc, Haze
Monday, 23rd May, 2022 1:05 am
নিজস্ব প্রতিনিধি: করোনার সংক্রমণের লাগাম টানতে সাপ্তাহিক কার্ফু জারি করল দিল্লি সরকার। দেশের রাজধানীতে কিছুতেই বাগে আনা যাচ্ছে না কোভিডকে। সঙ্গে চোখ রাঙাচ্ছে ওমিক্রন। তাই সাপ্তাহিক কার্ফুর পথেই হাঁটল কেজরির সরকার। মঙ্গলবার দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানিয়েছেন, আগামী শুক্রবার রাত ১০ টা থেকে সোমবার ভোর ৫ টা অবধি এই কার্ফু জারি থাকবে। করোনা রুখতে এমনিতেই দিল্লিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছিল। একাধিক বিধিনিষেধ জারি করে চলছিল দেশের রাজধানী। কিন্তু তাতেও রেহাই দেয়নি করোনা।
তাই মঙ্গলবারই আপ সরকার সিদ্ধান্ত নিল সাপ্তাহিক কার্ফু জারি থাকবে দিল্লিতে। এই কার্ফুর সময় একমাত্র জরুরি পরিষেবা ছাড়া আর কেউ রাস্তায় বেরোতে পারবেন না। করোনা মোকাবিলায় এমনিতেই মাস্ক পরা বাধ্যতামূলক করে দিয়েছে দিল্লি সরকার। মাস্ক না পরলেই কড়া জরিমানা করা হচ্ছে। বিধিনিষেধ জারি করেও লাগাম টানা যাচ্ছে না করোনার উপর। তাই বাধ্য হয়েই এই কঠোর সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। সমস্ত সরকারি কর্মচারীদের ওয়ার্ক ফ্রম হোম করার নির্দেশ দিয়েছে কেজরির সরকার।
এর মধ্যেই জানা গিয়েছে করোনায় আক্রান্ত হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আইসোলেশনে রয়েছেন আপ নেতা। তাঁর মৃদু উপসর্গ রয়েছে বলেই জানা গিয়েছে।