এই মুহূর্তে




সোমবার পশ্চিমবঙ্গ সহ প্রায় ১০ রাজ্যে SIR ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি: SIR নিয়ে চড়ছে পারদ। এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের কাজ বাংলায় শুরু হওয়ার ইঙ্গিত মিলেছিল আগেই। এবার কি তাহলে সেই সময় আসন্ন? দিনক্ষণ ঘোষণা করা না হলেও নির্বাচন কমিশন সোমবার বিকেল ৪টে ১৫ মিনিটে সাংবাদিক বৈঠক ডাকার পরেই এই চর্চা জোরাল হচ্ছে। নির্বাচন কমিশন সোমবার দেশব্যাপী ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের তারিখ ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

সূত্রের খবর, প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু সহ প্রায় ১০টি রাজ্য এই কার্যক্রমের আওতায় আসবে। অন্যান্য রাজ্যের মধ্যে রয়েছে অসম, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি। তিন দিন আগে, নির্বাচন কমিশন দিল্লিতে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেছে। সেখানে বিহারের অভিজ্ঞতা নিয়ে আলোচনা  হয়েছে এবং প্রক্রিয়াটি আরও সহজ করার সিদ্ধান্ত নিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক আধিকারিক জানিয়েছেন, “বিহারে, SIR প্রক্রিয়াটি ২৪ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় চার মাস সময় নিয়েছে। তবে, কমিশন এখন এই সময়সীমা কমানোর পরিকল্পনা করছে।” ইতিমধ্যেই নির্বাচন কমিশন সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পূর্ববর্তী এবং বর্তমান ভোটার তালিকা মিলিয়ে দেখার নির্দেশ দিয়েছে, যাতে ভোটার যাচাই প্রক্রিয়ায় বেশি সময় না লাগে। বিহারে প্রক্রিয়াটি যেভাবে পরিচালিত হয়েছিল তা নিয়ে বিরোধীদের সমালোচনার ঝড়ের পরে SIR- নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এসআইআর নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। শীর্ষ আদালত আধার  কার্ডকে গ্রহণযোগ্য পরিচয়পত্র হিসবে বিবেচনা করার নির্দেশ দেয়। বিচারকরা জালিয়াতির বিষয়ে নির্বাচনী সংস্থার আপত্তি বাতিল করে দিয়েছিলেন এবং বলেছিলেন যে “একত্রে বাদ দেওয়ার” পরিবর্তে “একত্রে অন্তর্ভুক্তি” থাকা উচিত। বিহারে এসআইআর-এর সময় ভোটার তালিকা থেকে ৬৬ লাখ নাম বাদ যাওয়ার পর রাজনৈতিক মহলে ঝড় উঠেছিল। সরব হয়েছিল বিরোধীরা। সেই সমস্ত যাতে  নতুন করে  না হয় সেই দিকে এবার বিশেষ নজর রাখছে কমিশন।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জল প্রকল্পের গেটে শ্রমিক বিক্ষোভ, আটকানো হল আধিকারিকদের

একাধিক ছেলের সঙ্গে যোগাযোগ, সম্মান রক্ষার্থে নাবালিকা মেয়েকে খুন করল বাবা-মা

ভারতের নাগরিক, অথচ সপরিবারে বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেলেন বাংলাদেশ, চাঞ্চল্য সংগ্রামপুরে

মালদার বৈষ্ণবনগর থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

দেশীয় আনারকলিতে ‘মিস ইউনিভার্স’ মঞ্চের শোভা বাড়ালেন ভারতীয় প্রতিযোগী মণিকা বিশ্বকর্মা

পথ দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ