এই মুহূর্তে




হাড়হিম ঘটনা! দলিত নাবালককে পাথর দিয়ে থেঁতলে, চোখ উপড়ে, যৌনাঙ্গ কেটে খুন




নিজস্ব প্রতিনিধি, লখনউ: উত্তরপ্রদেশে হাড়হিম ঘটনা! ফাঁকা মাঠে মলত্যাগ করার অপরাধে ১০ বছর বয়সী দলিত নাবালককে নির্মমভাবে হত্যা করা হল। ঘটনাটি ঘটেছে, মিরহাচি থানা এলাকার আলমপুর গ্রামে। ক্ষতবিক্ষত অবস্থায় ছেলেটিকে পাওয়া গিয়েছে। যা গোটা গ্রামকে ক্ষুব্ধ করেছে। ময়নাতদন্তের পর, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত বাচ্চাটির শেষকৃত্য করতে অস্বীকৃতি জানিয়ে ছিল তাঁর ক্ষুব্ধ পরিবার। এরপর জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ভুক্তভোগীর পরিবারকে ন্যায়বিচারের আশ্বাস দেওয়ার পর বাচ্চাটির শেষকৃত্য করতে রাজি হন। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে অনুজ নামের ওই দলিত শিশুটি তাঁর দুই বন্ধুর সঙ্গে মলত্যাগ করতে গ্রাম থেকে কিছুটা দূরে একটি আমবাগানে গিয়েছিল।

তখনই হামলাকারী এক যুবক ভুট্টা ক্ষেত থেকে বেরিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে অনুজের উপর আক্রমণ করে। তাঁকে এলোপাথাড়ি কোপ দেয়। চোখ উপরে ফেলে। অনুজের গোপণাঙ্গও কেটে দেয়। এরপর পাথর দিয়ে মাথা থেঁৎলে তাঁকে মর্মান্তিকভাবে হত্যা করে। আর বন্ধুকে এই অবস্থায় দেখে ভয় পেয়ে তাঁর দুই বন্ধু সেখানে থেকে পালিয়ে অনুজের বাড়িতে খবর দেয়। শোনামাত্রই অনুজের কাকা ঋষিপাল তাঁকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু নিষ্পাপ শিশুটি পথেই মারা যায়। বাবা সুনীল, যিনি দু’দিন আগে দিল্লি থেকে ফিরেছিলেন, তিনি ছেলের মৃত্যুর খবর শোনামাত্রই অজ্ঞান হয়ে পড়ে যান। অনুজের পরিবার ওই গ্রামের বাগানের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে। জানা যায় যে, এর আগেও ওই যুবক গ্রামের আরেক যুবককে কাস্তে দিয়ে তাড়া করেছিল। ঘটনাস্থল থেকে একটি ছুরি এবং একটি সাদা তোয়ালে উদ্ধার করা হয়েছে। পুলিশ নিহতের দুই বন্ধুকে আটক করেছে।

পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই এক খুন। শিশুটির বাবা সুনীল জানিয়েছেন যে, ‘আমার সন্তানের মৃতদেহ খুবই যন্ত্রণাদায়ক অবস্থায় পাওয়া গিয়েছে। তার চোখ উপড়ে ফেলা হয়েছিল, যৌনাঙ্গ কেটে ফেলা হয়েছিল এবং পাথর দিয়ে মাথা চূর্ণ করা হয়েছে। তাঁর কারো সঙ্গে কোনও শত্রুতা ছিল না। আমার ছেলের দেহ এতটাই বিকৃত ছিল যে তাঁর যে শনাক্ত করাও কঠিন ছিল।’ এই বিষয়ে এসডিএম জগমোহন গুপ্ত জানিয়েছেন, “এই ঘটনাটি আলমপুরে ঘটেছে এবং ১০ বছর বয়সী শিশুটির ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

একদিনেই ৫ ড্রিমলাইনার বিমান উড়ান বাতিল এয়ার ইন্ডিয়ার, আতঙ্কিত যাত্রীরা

খামেনির দশা হবে সাদ্দাম হুসেনের থেকেও খারাপ, হুঙ্কার ইজরায়েলের

মুক্তিযুদ্ধে একাই খতম করেছিলেন ৬ রাজাকারকে, না ফেরার দেশে বীরাঙ্গনা সখিনা

বেটিং অ্যাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ইডির, নজরে হরভজন, যুবরাজ, রায়নারা

আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত্যু ভারতীয় ক্রিকেটারের! খেলতেন লিডস মডার্নিয়ান্স ক্লাবে

ফের বিমানে বোমাতঙ্ক, নাগপুরে জরুরি অবতরণ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ