-273ºc,
Friday, 9th June, 2023 2:55 am
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিনিয়োগ টানতে দেশের পর দেশে দৌড়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশি শিল্পপতিদের হাত জোড় করে ভারতে বিনিয়োগের অনুরোধ জানাচ্ছেন। কিন্তু তাঁর সেই অনুরোধে খুব একটা লাভ হচ্ছে না। সদ্য সমাপ্ত অর্থ বর্ষে অর্থাৎ ২০২২-২৩ অর্থ বর্ষে দেশে প্রত্যক্ষ বিদেশ বিনিয়োগ পূর্ববর্তী বছরের তুলনায় এক ধাক্কায় ১৬.৩ শতাংশ কমেছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২২-২৩ অর্থ বর্ষে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে ৭১ বিলিয়ন ডলার। যেখানে ২০২১-২২ সালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছিল ৮৪ দশমিক ৮ বিলিয়ন ডলার। গত এক দশকের মধ্যে এই প্রথম প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নিম্নমুখী। পরিকাঠামো, তথ্য-প্রযুক্তি ও মোবাইল পরিষেবার ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ কমেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, মরিশাস ও সুইৎজারল্যান্ডের মতো দেশ থেকে কম বিনিয়োগ এসেছে।
দেশ যখন করোনার তাণ্ডবে ত্রস্ত, লকডাউনে সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল, তখনও বিদেশি বিনিয়োগ থমকায়নি। কিন্তু গত অর্থ বর্ষে বিদেশি বিনিয়োগে আচমকাই ভাঁটা এসেছে। আর্থিক বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রী যতই বলুন না কেন ভারতে ব্যবসা করা আগের চেয়ে অনেক সহজলভ্য, বাস্তব তা বলছে না। এখনও আমলাতান্ত্রিক জটিলতা ও লাল ফিতের বাঁধনমুক্ত করা যায়নি ব্যবসাকে। বিদেশি সংস্থাগুলি বিনিয়োগ করতে এগিয়ে এসেও প্রশাসনিক ক্ষেত্রে গয়ংগচ্ছ মনোভাব দেখে পিছিয়ে যাচ্ছে।