এই মুহূর্তে




অসম BJP-তে বড় ফাটল! মোদি মন্ত্রিসভার প্রাক্তন সদস্য দল ছেড়ে নাম লেখালেন বিরোধী শিবিরে

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ তুলেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাঁই। তখনই জল্পনা ছিল তিনি বিজেপি ছাড়ছেন। আর তাতেই শিলমোহর পড়ল। বুধবার (৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে বিজেপি ছেড়ে অসম জাতীয় পরিষদ (AJP)-তে যোগ দিলেন নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ সহযোগী রাজেন গোহাঁই। ১৯৯৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত মোট চারবার নগাঁও লোকসভা আসনের সাংসদ ছিলেন রাজেন। এমনকী ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রীরও দায়িত্ব পালন করেছেন।

তবে গতবার লোকসভা ভোটে তাঁকে টিকিট দেয়নি বিজেপি। তাঁর জায়গায় নগাঁওয়ে সুরেশ বরাকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু তিনিও জিততে পারেনি। কংগ্রেসের কাছে হেরে গিয়েছিলেন। আগামী এপ্রিলে-মে মাসে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, অসমে বিধানসভা ভোট। তার আগেই বিজেপি ছেড়ে তিনি এজেপি-তে যোগ দিলেন। যা কিনা গেরুয়া শিবিরের কাছ বড় ধাক্কা। জানা যাচ্ছে, আগামী বিধানসভার নির্বাচনে তিনি অসম জাতীয় পরিষদের টিকিটে নগাঁও থেকে ভোটে লড়তে পারেন। এদিন রাজেন AJP-তে যোগ দিয়ে জানান, অসমের জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি বিজেপি। বহিরাগতদের রাজ্যে ঠাঁই দিয়ে বিজেপি ভূমিপুত্রদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। হিমন্ত-সহ বিজেপি নেতারা ধর্মীয় মেরুকরণ করে অসমিয়া সম্প্রদায়কে বিভক্ত করতে চাইছেন।

প্রসঙ্গত, অসম জাতীয় পরিষদের জন্ম অসমিয়া ছাত্র সংগঠন আসুর সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ এর হাত ধরে। যিনি ২০১৯ সালে সিএএ বিরোধী আন্দোলনে‌র নেতৃত্ব দিয়েছিলেন। এরপর দলটিকে এগিয়ে নিয়ে যায় বিজেপির সহযোগী অসম গণ পরিষদের (অগপ) প্রভাবশালী নেতা তথা প্রাক্তন মন্ত্রী জগদীশ ভুইয়াঁ। অসম জাতীয় পরিষদ হল বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র সদস্য। গতবছর লোকসভা ভোটের আগেই ইন্ডিয়ার সঙ্গে যোগ দিয়েছিল অসম জাতীয় পরিষদ। কিন্ত কংগ্রেসের সমর্থনে ডিব্রুগড় কেন্দ্রে দাঁড়িয়েও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী সর্বানন্দ সোনোয়ালের কাছে হেরে গিয়েছিলেন লুরিনজ্যোতি। এরপর থেকেই অসম জাতীয় পরিষদের প্রভাবশালী নেতা হন জগদীশ ভুঁইয়া।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিল্লি বিস্ফোরণে নাম জড়ানো আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করল ইডি

হাসিনার ফাঁসির রায়ের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  

মোদির হাতে বিলাসবহুল ‘রোমান বাঘ’ ঘড়ি, দাম ও বিশেষত্ব শুনলে চমকে যাবেন

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

মর্মান্তিক! অ্যাম্বুলেন্সে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মৃত নবজাতক, চিকিৎসক সহ ৪

ফের বোমা হামলার হুমকি! দিল্লিতে সিআরপিএফ স্কুল ও একাধিক আদালতে হুমকি মেল জৈশ-ই-মহম্মদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ