এই মুহূর্তে




মর্মান্তিক! চেন্নাই সৈকতে ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে শ্রীলঙ্কার শরণার্থীসহ ৪ মহিলার সলিল সমাধি

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক! চেন্নাইয়ের এন্নোর সমুদ্র সৈকতে ঢেউয়ের সঙ্গে খেলতে গিয়ে তলিয়ে গেলেন ৪ মহিলা। নিহতরা সকলেই শ্রীলঙ্কিয়ান শরণার্থী ছিলেন। যাদের নাম শালিনী (১৭), গায়ত্রী (১৮), ভবানী (১৯) এবং দেবকী (৩০)। তাঁরা সকলেই ছিলেন শ্রীলঙ্কার একটি শরণার্থী শিবিরের বাসিন্দা। চারজনই গুম্মিদিপুন্ডিতে একটি বেসরকারি কাপড়ের দোকানে কর্মরত ছিলেন। এবং সবার বয়স ১৭ থেকে ৩০ বছরের মধ্যে বলে জানা গিয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) এন্নোরের কাছে সমুদ্রে আনন্দে মেতে উঠেছিলেন। তখনই তীব্র ঢেউ চলে আসায় তাঁরা আর নিজেদের কন্ট্রোল করতে পারেননি। ঢেউয়ে ভেসে যান। পরে তাদের সকলের মৃতদেহ একই স্থানে ভেসে আসে।

তিরুভাল্লুর জেলার পেথিকুপ্পামে শ্রীলঙ্কার শরণার্থী শিবিরের বাসিন্দা দেবকী সেলভাম গুম্মীদিপুন্ডিতে একটি বেসরকারি টেক্সটাইল দোকানে কাজ করতেন। অন্যরা গুম্মীদিপুন্ডি পালায়মের ভবানী, ট্রিপলিকেন থেকে গায়ত্রী এবং গুম্মীদিপুন্ডির কলেজ ছাত্রী শালিনী – তার সহকর্মী এবং বন্ধু ছিলেন। শালিনী ও গায়ত্রী ছিল কলেজের ছাত্রী, দোকানে খণ্ডকালীন চাকরি করত, আর দেবকী ও ভবানী ছিল পূর্ণকালীন কর্মচারী। পুলিশ জানিয়েছে, চারজন এন্নোরের কাছে মেট্টুকুপ্পামের সমুদ্র সৈকতের এক নির্জন অংশে জলকেলি করতে গিয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ অনুসারে, প্রথমে শালিনী সমুদ্রে নামলে একটি শক্তিশালী ঢেউ তাকে টেনে নিয়ে যায়। অন্যরা তাকে উদ্ধার করতে ছুটে গেলে তাঁরাও প্রবল স্রোতে ভেসে যান।

এই বিষয়ে পেরিয়াকুপ্পামের একজন জেলে মারিমুথু বলেছেন, সাধারণত ওই স্থানে দর্শনার্থীদের না যাওয়ার জন্য সতর্ক করি। কিন্তু এই মহিলারা একটি গোপন স্থানে চলে যান, তাই কেউ জানতে পারে না যে তারা সেখানে আছে। যখন আমরা পাথরের মধ্যে কিছু আটকে থাকতে দেখি এবং বুঝতে পারি যে তারা মৃতদেহ, তখন আমরা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেই। এন্নোর পুলিশ জেলেদের সহায়তায় মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সরকারি স্ট্যানলি হাসপাতালে পাঠানো হয়েছে।এন্নোর পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাসিনার ফাঁসির রায়ের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  

মোদির হাতে বিলাসবহুল ‘রোমান বাঘ’ ঘড়ি, দাম ও বিশেষত্ব শুনলে চমকে যাবেন

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

মর্মান্তিক! অ্যাম্বুলেন্সে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মৃত নবজাতক, চিকিৎসক সহ ৪

ফের বোমা হামলার হুমকি! দিল্লিতে সিআরপিএফ স্কুল ও একাধিক আদালতে হুমকি মেল জৈশ-ই-মহম্মদের

মাথার দাম ছিল ৫০ লক্ষ, গুলির লড়াইয়ে খতম ভয়ঙ্কর মাওবাদী হিডমা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ