এই মুহূর্তে




মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে স্ত্রী, ফাঁকা বাড়িতে নিজেকে গুলিতে শেষ করলেন পদস্থ পুলিশ কর্তা

নিজস্ব প্রতিনিধিঃ আমলা তথা IAS স্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে গিয়েছেন, অর্থাৎ বাড়ি ফাঁকা। সুযোগ বুঝে ধার করা আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মঘাতী হলেন হরিয়ানা পুলিশ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এডিজিপি পদস্থ ওই পুলিশ কর্মকর্তার নাম ওয়াই.এস.পুরান। যিনি চণ্ডীগড়ের সেক্টর ১১-এ একটি সরকারি বাসভবনে থাকতেন। সেখানেই তিনি নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে সূত্রের খবর। তবে তাঁর আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অফিসারের রক্তাক্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেছেন। এই মূহুর্তে তাঁর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এবং তদন্ত শুরু করেছে।

খবর অনুযায়ী, নিহত পুলিশ অফিসারের স্ত্রী একজন আইএএস অফিসার। যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী সাইনির সঙ্গে কর্মরত। একটি প্রতিনিধিত দলের সঙ্গে জাপানে আছেন। স্ত্রীর অনুপস্থিতির সুযোগ নিয়েই নিজের জীবন শেষ করে দিলেন ADGP পুলিশ অফিসার। বর্তমানে পুলিশ এলাকাটি ঘিরে তদন্ত শুরু করেছেন। তবে এডিজিপি পুরাণের কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল এবং আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছেন। এডিজিপি পুরাণ বর্তমানে সুনারিয়ার পুলিশ ট্রেনিং কলেজে কর্মরত ছিলেন। ঘটনার খবর পেয়ে পুলিশের একটি ফরেন্সিক দল তাঁর বাসভবনে পৌঁছেছে।

এডিজিপি পুরাণ হরিয়ানার ২০০১ সালের ব্যাচে একজন আইপিএস পুলিশ অফিসার ছিলেন। যাই হোক, এই ঘটনা পুলিশ বিভাগ এবং রাজ্য প্রশাসনে শোকের ছায়া ফেলেছে। এডিজিপি পুরান তার কাজ এবং সততার জন্য পরিচিত ছিলেন। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে ছিলেন। অতীতে তিনি আইপিএস অফিসারদের নিয়োগের বিষয়ে সরকারের বিপক্ষে আঙুল তুলেছিলেন। তবে তদন্তকারী কর্মকর্তারা বলছেন, পুরাণের আত্মহত্যার প্রকৃত কারণ নির্ণয়ের জন্য তদন্ত চলছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার জন্য সম্ভাব্য সকল দিক খতিয়ে দেখা হবে। আর একটি সূত্র জানাচ্ছে, পুরান কুমার সোমবার একজন বন্দুকধারীর কাছ থেকে বন্দুক টি ধার করেছিলেন। মঙ্গলবার যখন পুরাণের মেয়ে নারীর বেসমেন্টে ছিলেন, তখনই তিনি আত্মহত্যা করেন। পুরাণের মেয়ে তাঁকে মেঝেতে আহত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লালুর পরিবার ভেঙে চুরমার, রোহিনীর পর পটনার বাড়ি ছাড়লেন আরজেডি সুপ্রিমোর ৩ কন্যা

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

বিলাসবহুল হোটেলের ম্যানেজারকে নগ্ন করে ধাতব পাইপ দিয়ে মারধর, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার মালিক

‘SIR-এর অতিরিক্ত কাজের চাপ’, এবার বিএলও-র ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল কেরলে

জন্মদিন খেয়ে গাড়ি করে বাড়ি ফিরছিলেন ৫ বন্ধু, কিন্তু মাঝপথেই ভয়াবহ দুর্ঘটনা, সব শেষ…

২১ বছরের বিধবা প্রেমিকাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ প্রেমিক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ