এই মুহূর্তে

‘‌গভীর উদ্বেগের বিষয়, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে’‌, ভেনেজুয়েলার ঘটনায় বিবৃতি ভারতের

নিজস্ব প্রতিনিধি:‌ আমেরিকার ডেল্টা বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে রাতের অন্ধকারে বিমান হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে। ঠিক তার একদিন পর ভারত আজ বলেছে যে, ভেনেজুয়েলার ঘটনাবলী গভীর উদ্বেগের বিষয় এবং তারা পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছে। এখানে ভারত কৌশলগত পদক্ষেপ অবলম্বন করেছে। কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধুর সম্পর্ক নরেন্দ্র মোদির। আবার নানা সময় ভেনেজুয়েলা থেকে তেলও কিনেছে ভারত। তাই ধরি মাছ না ছঁুই পানি নীতি অবলম্বন করা হল। আর্থাৎ দুই দেশকেই চটাতে চাইল না ভারত। আবার মধ্যপন্থা অবলম্বন করে নিজেদের অবস্থানও জানিয়ে দিল।

এদিকে আজ, রবিবার ভেনেজুয়ালার ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে দেশের বিদেশ মন্ত্রক। সেখানে উল্লেখ করা হয়েছে, ‘‌ভেনেজুয়েলার জনগণের মঙ্গল এবং নিরাপত্তার প্রতি ভারত তার সমর্থন আবার জানাচ্ছে। আমরা সংশ্লিষ্ট সকলকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের আহ্বান জানাই। যাতে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।’‌ এই পরিস্থিতিতে এবার কড়া বার্তা পেল কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে পেত্রোকে সতর্ক করে বলেন, ‘‌সাবধান থাকুন’‌। এই মন্তব্য আসে এমন সময়ে যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউ ইয়র্কের একটি কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরক বক্তব্য, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস আমেরিকার আইনের আওতায় বিচারের মুখোমুখি হতে চলেছেন। এখন তাঁরা একটি জাহাজে রয়েছেন, যা শেষ পর্যন্ত নিউইয়র্কে পৌঁছবে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে, বিচার হবে নিউইয়র্কে নাকি ফ্লোরিডার মায়ামিতে। তবে আজ নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যে ট্রাম্প বলেন, ‘‌আমরা ভেনেজুয়েলার মানুষকে ধনী, স্বাধীন এবং নিরাপদ করে তুলব।’‌ যদিও এই ঘটনা নিয়ে ভেনেজুয়েলার বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘‌এই ধরনের মন্তব্য সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত।’‌ আর এবার ভেনেজুয়েলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করল কেন্দ্রীয় সরকার।

এছাড়া যে বিবৃতি প্রকাশ করেছে বিদেশমন্ত্রক তাতে ভেনেজুয়েলায় থাকা ভারতীয়দের উদ্দেশে বার্তাও দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ‘‌কারাকাসে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং ভারতীয় সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সম্ভাব্য সকল সহায়তা প্রদান অব্যাহত থাকবে।’‌ তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের বক্তব্যের একাধিক উদ্দেশ্য থাকতে পারে। একদিকে এটি তাঁর কড়া ‘ল অ্যান্ড অর্ডার’ অবস্থানকে তুলে ধরে। অপরদিকে লাতিন আমেরিকায় মার্কিন প্রভাব পুনঃপ্রতিষ্ঠার বার্তাও দেয়। তার মধ্যেই কূটনৈতিক পথে এবং আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা উচিত বলে বার্তা দিল ভারত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ধুম ৩-স্টাইলে চুরি, পুলিশকে বোকা বানিয়ে ১৫ লক্ষ টাকার গাড়ি নিয়ে পালাল দুই চোর

কবে রিলিজ হবে ‘বর্ডার ২’? সানি দেওলের কাছে জানতে চাইলেন পাকিস্তানি ভক্ত

উত্তরপ্রদেশে এসআইআরের খসড়া তালিকা প্রকাশ, বাদ গেল ২ কোটি ৮৯ লক্ষের নাম

‘আমারও প্যারোল চাই’, ধর্ষক রাম রহিমের পর এবার আবদার মাফিয়া ডন আবু সালেমের

নেপালে মসজিদ ভাঙচুর নিয়ে উত্তেজনা তুঙ্গে, জারি কার্ফু, সীমান্ত সিল করল ভারত

কারুরে পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় অভিনেতা বিজয়কে তলব CBI-এর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ