27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:20 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মঙ্গলে দিল্লি থেকে এল মঙ্গলবার্তা।
দেশে করোনার দৈনিক সংক্রমণ নামল ১০০-য়ের নীচে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে এদিনের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার, ১৬.০১.২৩ সকাল আটটা থেকে মঙ্গলবার, ১৭.০১.২৩ সকাল আটটা পর্যন্ত) করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৯ জন। দুই বছর আগে ২০২০-য়ের ২৭ মার্চ দেশের দৈনিক সংক্রমণ ছিল ১০০-য়ের কম। দৈনিক আক্রান্তের সংখ্যা হ্রাসের পাশাপাশি সক্রিয় রোগীর সংখ্যাও এক ধাক্কায় অনেকটাই হ্রাস পেয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্য়াণ মন্ত্রকের মঙ্গলবারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার, ১৬.০১.২৩ সকাল আটটা থেকে মঙ্গলবার, ১৭.০১.২৩ সকাল আটটা পর্যন্ত) সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২,০৩৫।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের মঙ্গলবারের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টা দৈনিক আক্রান্ত ও সক্রিয় রোগীর সংখ্যা হ্রাসের সঙ্গে করোনাকে জয় করে সুস্থ হয়ে ওঠার সংখ্যাতেও উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য় করা গিয়েছে। সোমবার, ১৬.০১.২৩ সকাল আটটা থেকে মঙ্গলবার, ১৭.০১.২৩ সকাল আটটা পর্যন্ত করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন এক হাজারের বেশি। এই নিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়ে হল ৪, ৪১, ৪৮,৪৭২। গত ২৪ ঘণ্টায় করোনার দুটি ডোজ নিয়েছেন ৫০, ৮৭১জন। সেই সংখ্য়াটা বেড়ে হল ২,২০,১৭,৫৬,৪৪৪। করোনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫,৩০,৭২৬। তবে চিকিৎসকেরা সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন হদিশ করোনার নতুন ভ্যারিয়্যান্টের, কাঁপছে আমেরিকা-সহ ইউরোপ