এই মুহূর্তে




১০ গুণ হবে জরিমানা, ট্রাফিক নিয়ম ভঙ্গকারীদের জন্য আরও কড়া হচ্ছে সরকার




নিজস্ব প্রতিনিধি: ট্রাফিক নিয়ম লঙ্ঘন করলে খসতে পারে গ্যাঁট। চলতি মাসের ১ তারিখ থেকে সারা দেশে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। যারা নিয়ম ভঙ্গ করছে তাঁদের উপর ১০ গুণ চালান আরোপ করা হচ্ছে। পথ দুর্ঘটনা রোধ করার জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। মদ্যপ অবস্থায় ড্রাইভ করা, হাই স্পিডে গাড়ি চালানো, সিগন্যাল না মানা এবং হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য মোটা অঙ্কের জরিমানা করছে ট্রাফিক পুলিশ।

১০ গুণ হবে জরিমানা, ট্রাফিক নিয়ম ভঙ্গকারীদের জন্য আরও কড়া হচ্ছে সরকার

আগে মদ্যপান করে গাড়ি চালানোর ক্ষেত্রে ১,০০০ টাকা থেকে ১,৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হত। নতুন নিয়ম অনুযায়ী, মদ্যপ গাড়ি চালকদের ১০,০০০ টাকার চালান কাটা হবে। নাহলে ৬ মাসের জন্য জেলের ভাত খেতে হবে। একবার চালান কাটার পর যদি দ্বিতীয়বারও ওই ব্যক্তি আবার মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েন, তাহলে ১৫,০০০ টাকার চালান ধার্য করা হবে অথবা দু’বছরের জন্য জেলে যেতে হবে।

এতদিন দেশে হেলমেট না পড়ে বাইক বা স্কুটি চালানোর ক্ষেত্রে ১০০ টাকা জরিমানা করা হত। ১ মার্চ থেকে এই নিয়মও পরিবর্তিত হয়েছে। হেলমেট ছাড়া বাইক বা স্কুটি চালালে ট্রাফিক পুলিশ ১,০০০ টাকার চালান জারি করবে। যারা ট্রিপল রাইডিং করবেন তাদের এখন ১০০ টাকার পরিবর্তে ১,০০০ টাকা জরিমানা করা হচ্ছে।

গাড়ি চালানোর সময় সিট বেল্ট পরা গুরুত্বপূর্ণ। আগে সিট বেল্ট না পরার জন্য জরিমানা ছিল ১০০ টাকা। কিন্তু এখন ধরা পড়লে ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলে ৫,০০০ টাকা জরিমানা করা হবে। এর আগে, এই নিয়ম লঙ্ঘনের জন্য ৫০০ টাকার জরিমানা দিতে হত।

গাড়ি চালানোর সময় সঙ্গে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। থাকতে হবে বৈধ বীমাও। ১ মার্চের আগে বীমাবিহীন যানবাহনের জন্য জরিমানা ছিল ২০০ থেকে ৪০০ টাকা, এখন বেড়ে হয়েছে ২০০০ টাকা। সঙ্গে তিন মাসের জেল। দ্বিতীয়বার নিয়ম ভাঙলে ৪,০০০ টাকার চালান জারি করা হবে।

গাড়িতে রাখতে হবে পলিউশন সার্টিফিকেট। এই সার্টিফিকেট না থাকলে ১০,০০০ টাকার চালান জারি করা হচ্ছে। নিয়ম লঙ্ঘন করলে গাড়ির মালিককে ৬ মাসের জেলও খাটতে হতে পারে। ১ মার্চের আগে এই নথি না থাকার জন্য ১,০০০ টাকা জরিমানা করা হত।

গতির কারণে দেশে অনেক পথ দুর্ঘটনা ঘটছে। উচ্চগতিতে গাড়ি চালালে ট্রাফিক পুলিশ চাইলেই ৫,০০০ টাকার চালান জারি করবে। এছাড়াও, যদি কোনও ট্রাক বা বাণিজ্যিক যানবাহন ওভারলোডিং সহ ধরা পড়ে তবে ২০,০০০ টাকার চালান জারি করা হবে। ১ মার্চের আগে এই নিয়ম ভাঙার জন্য ২০০০ টাকা জরিমানা করা হত।

১৮ বছরের কম বয়সী কোনও শিশু যদি ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে, তাহলে ২৫,০০০ টাকার চালান জারি করা হবে। সঙ্গে ৩ বছরের জন্য জেল খাটতেও হতে পারে। আগে কোনও নাবালক ট্রাফিক নিয়ম না মানলে ২,৫০০ টাকার চালান জারি করা হত। এখন যে গাড়ি দিয়ে ট্রাফিক নিয়ম লঙ্ঘন করেছে তার লাইসেন্সও এক বছরের জন্য বাতিল করা হবে। এছাড়াও, ২৫ বছর বয়স না হওয়া পর্যন্ত সেই ব্যক্তিকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না।

মানুষ তাড়াহুড়ো করে ট্রাফিক সিগন্যাল ভাঙে। ১ মার্চের আগে এর জন্য মাত্র ৫০০ টাকার চালান কাটা হত। সরকার এই জরিমানাও ১০ গুণ বাড়িয়েছে। এখন যদি কোনও চালক সিগন্যাল ভঙ্গ করেন, তাহলে তাকে ৫,০০০ টাকা জরিমানা করা হবে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি, রাজনাথের সঙ্গে বৈঠকে সেনাবাহিনীর তিন শাখার সর্বাধিনায়কের

পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের প্রস্তুতি তুঙ্গে, ব্রিকস বৈঠকে অংশ নিচ্ছেন না জয়শঙ্কর-ডোভাল

পহেলগাঁওয়ের হামলাকারীরা আর পালাতে পারবে না, গুরুত্বপূর্ণ তথ্য এনআইএ’

দীর্ঘ  দু’দশকের প্রতীক্ষার অবসান, অবশেষে সিবিএসই’র স্বীকৃতি পেল লাদাখের র‍্যাঞ্চো স্কুল

তিরুঅনন্তপুরম বিমানবন্দরে বোমাতঙ্ক! হুমকি ইমেল ঘিরে তীব্র চাঞ্চল্য, চলছে তল্লাশি

মন্দির ধ্বংসের হুমকি দিয়ে মুসলিম যুবক মাতলেন পহেলগাঁও হামলার আনন্দে, উচিত শিক্ষা দিলেন স্থানীয়রা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর