এই মুহূর্তে




‘যাও গিয়ে জুতো সেলাই করো’, পাইলটকে জাতিবিদ্বেষী মন্তব্যে অভিযুক্ত ইন্ডিগোর তিন কর্তা




নিজস্ব প্রতিনিধি : শিক্ষানবিশ পাইলটের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ ইন্ডিগোর আধিকারিকদের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে ইন্ডিগো। ওই পাইলটকে অপমান করতে জাতি বৈষম্যমূলক মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ।

জানা গিয়েছে, ট্রেনি হিসেবে কাজ করছিলেন ওই পাইলট। সোমবার আচমকাই তাঁকে সংস্থার ৩ আধিকারিক প্লেন ওড়ানোর যোগ্যতা নেই বলে কটাক্ষ করেন। তার থেকে জুতো সেলাই করতে পারেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীর অভিযোগ, কাজের জায়গায় তাঁকে অসম্মান করা হয়।   তফসিলি জাতিভুক্ত বছর ৩৫-র ওই শিক্ষানবিশ পাইলট ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন।

ওই ৩ আধিকারিকের বিরুদ্ধে প্রথামে বেঙ্গালুরুর একটি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সেখানে অভিযুক্তদের বিরুদ্ধে ‘জ়িরো এফআইআর’ রুজু করে পুলিশ। পরে মামলাটি গুরুগ্রাম পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইন্ডিগোর সদর দফতর এই শহরেই।

অভিযোগ, গত এপ্রিলে গুরুগ্রামে সংস্থার দফতরে একটি বৈঠকে শিক্ষানবিশ পাইলটকে বলা হয়, তুমি বিমান ওড়ানোর যোগ্য নও। ফিরে গিয়ে চপ্পল সেলাই কর। নিরাপত্তারক্ষী হওয়ারও যোগ্যতা নেই। তাঁকে কাজ ছাড়তে বাধ্য করতেই এই ধরনের অপমান করা হয়েছে। অভিযোগকারীর দাবি, ঘটনার পরে প্রথমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু সংস্থার পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এরপরেই বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

তবে অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে উড়ান সংস্থা ইন্ডিগো। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, কোনও ধরনের বৈষম্য, হয়রানি এবং পক্ষপাতিত্বকে ইন্ডিগো বরদাস্ত করে না। কাজের জায়গায় প্রত্যেকের সম্মান রক্ষা করা হয়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অ্যামাজনের মাধ্যমে বিস্ফোরক সংগ্রহ করেছিল পুলওয়ামার হামলাকারীরা, বিস্ফোরক দাবি FATF-এর

ইয়েমেনে খুনের দায়ে কেরলের নার্স নিমিশা প্রিয়াকে ফাঁসি দেওয়া হবে ১৬ জুলাই

ফাঁকা ট্রেনে মহিলাকে গণধর্ষণের পর ছুঁড়ে ফেলা হল চলন্ত ট্রেনের সামনে, নারকীয় ঘটনা হরিয়ানায়

‘ড্রিমলাইনার সবচেয়ে নিরাপদ’, বিমান দুর্ঘটনা নিয়ে সংসদীয় সমিতিকে সাফাই এয়ার ইন্ডিয়ার

বিহারে সরকারি চাকরিতে মেয়েদের ৩৫% সংরক্ষণ! মহিলা ভোট টানতে নয়া চাল নীতীশের

দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে NRC নোটিশ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ