এই মুহূর্তে




মায়ের পরামর্শ মেনে আত্মসমর্পণ করেনি, সেনার গুলিতে ঝাঁঝরা জঙ্গি আমির




নিজস্ব প্রতিনিধি: সন্ত্রাস নিধন অভিযান এখনও অব্যাহত। পহেলগাঁও হামলায় ২৬ প্রাণ কাড়ার বদলা নিয়েছে ভারত। ৭ মে গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে নেমে ৯ টি পাক-জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। যদিও জঙ্গী নিধন এখনও চলছে। বৃহস্পতিবার (১৫ মে) ভোরে জম্মু-কাশ্মীরের অবন্তীপোরার ত্রালে নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে খতম হয়েছে পাক-সন্ত্রাসীগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের তিন জঙ্গী। ত্রালে এখনও জঙ্গি নিধনে গোলাগুলি চলছে। লুকোনো সন্ত্রাসীদের খোঁজ চলছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিহত জঙ্গি আমির ওয়ানির একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, হামলার আগে তিনি তাঁর পরিবারের সঙ্গে কথা বলছেন। তাঁর মা তাঁকে ফিরে আসার জন্যে অনুরোধ করছেন। কিন্তু মায়ের কথা শুনতে নারাজ আমির ওয়ানি।

ভিডিওতে স্পষ্ট যে, মায়ের সঙ্গে কথা বলার সময়, স্থানীয় ভাষায় কথা বলছিলেন আমির। এমনকী আমিরের মা তাঁকে আত্মসমর্পণ করতেও অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি মায়ের কথা না শুনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন এবং আজ সকালে নিহত হন। ভিডিওতে শোনা যাচ্ছে, আমিরের মা তাঁকে বলেছেন, ‘পুত্র তুমি আত্মসমর্পণ করো।’ উত্তরে আমির বলেন, ‘না কখনই আমি তা করব না, বরং তুমি সেনাবাহিনীকে এগিয়ে আসতে দাও। তারপর আমি বুঝে নেবো।’ এটি ছিল, আজ ভারতীয় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম হওয়ার আগে আমিরের সঙ্গে তাঁর মায়ের শেষ কথোপকথনের ভিডিও ফুটেজ। যে বাড়িতে তিনি লুকিয়ে ছিলেন, সেখান থেকেই ভিডিও কলে কথা বলছিলেন আমির।

ভিডিও কলে কথা বলার সময়, আমিরের হাতে AK 47 রাইফেল দেখা যায়। অর্থাৎ তিনি জঙ্গিবেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে একেবারে প্রস্তুত ছিলেন। কিন্তু ছেলের এই অনৈতিক কাজকর্মে একেবারেই সায় ছিল না তাঁর মায়ের। জানা গিয়েছে, মৃত্যুর আগে মা, বোন এবং এনকাউন্টারে নিহত আরেক জঙ্গি আসিফের বোনের সঙ্গেও আমির কে কথা বলতে দেখা গিয়েছে। এই হামলায় আসিফের বাড়িও IED বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়। আজ নিরাপত্তা বাহিনীরা চেয়েছিল যে, জঙ্গিরা আত্মসমর্পণ করুক। কিন্তু তাঁরা আত্মসমর্পণের পরিবর্তে পাল্টা নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালায়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বোকারোতে অস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া গেলেও ‘মূল মাস্টারমাইন্ড’ পলাতক, খুঁজছে পুলিশ

মালদায় ‘ম্যাঙ্গো হাব ‘করার দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি আম ব্যবসায়ী সংগঠনের

গভীর কুয়োয় ওঠা নামা যেন বাঁহাতের খেল, দেশি স্পাইডারম্যানের কীর্তি দেখে নিন স্বচক্ষে

‘মে ডে…’, ফের ককপিট থেকে ‘কল’ পাইলটের, বেঙ্গালুরুতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

টানা দুই বছর ধরে ১৪ জনের ধর্ষণের শিকার ১৫ বছরের দলিত কিশোরী, ভয়ঙ্কর ঘটনা অন্ধ্রে

Kanishka bombing: চার দশক পর শনাক্ত এয়ার ইন্ডিয়া বোমা হামলার পরিকল্পনাকারী ‘মিস্টার X’

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ