এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বাংলার মতোই কর্ণাটকেও প্রমীলা ব্রিগেডের ভোটে হারল বিজেপি

নিজস্ব প্রতিনিধি: এ যেন এক মেয়েবেলার গল্প। বাংলার(Bengal) মেয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন বাংলার মেয়েরা। দুই হাত উপুড় করে একুশের ভোটে তাঁরা বাংলার মাটিতে জিতিয়ে ছিলেন বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) দল তৃণমূল কংগ্রেসকে(TMC)। নিত্যদিন মোদি-শাহ-নাড্ডারা দিল্লি থেকে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করেও দলকে জেতাতে পারেননি, সেটা এই মহিলা ব্রিগেডের জন্যই। কর্ণাটকেও(Karnataka) সেই একই ছবি ধরা পড়ল সেখানকার বিধানসভা নির্বাচনের ফলাফলে। দুপুর পর্যন্ত যে তথ্য মিলেছে তাতে দেখা যাচ্ছে কন্নড়ভূমের অর্ধেক মহিলাই ভোট দিয়েছেন কংগ্রেসকে(INC)। সে রাজ্যের ৪০ থেকে ৪৫ শতাংশ মহিলার ভোট গিয়েছে কংগ্রেসের ঝুলিতে। আর এই প্রমীলা ব্রিগেডের ভোটই কার্যত কন্নড়ভূমের বিধানসভা নির্বাচনে বিজেপি(BJP) ও কংগ্রেসের মধ্যে ফারাক গড়ে দিয়েছে। সেই ধাক্কা সামলাতে পারল না নরেন্দ্র মোদি(Narendra Modi), অমিত শাহ ও জে পি নাড্ডার দল।

আরও পড়ুন চলতি মাসেই দিল্লির পথে মমতা, নজরে বিরোধী বৈঠক

বাংলার নির্বাচনে দেখা গিয়েছিল ভোটদানের ক্ষেত্রে যেমন মহিলারা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, কন্নড়ভূমেও কিন্তু সেই একই ছবি দেখা গিয়েছিল ভোটের দিন। সকাল থেকেই বুথে বুথে মহিলাদের ভিড়। কার্যত সেই ছবিটাই বলে দিচ্ছিল কন্নড়ভূম পরিবর্তন চায়। বাড়ির মহিলারা তাই সকাল থেকেই বেড়িয়ে এসে বুথে লাইন দিয়েছেন নিজেদের মতাধিকার প্রয়োগের জন্য। তাঁদের এই বুথের ভিড় ফিকে করে দিয়েছে মোদির গাদাগুচ্ছের সভা আর র‍্যালির ছবি। ফিকে হয়ে গিয়েছে শাহের সভা আর র‍্যালি। উবে গিয়েছে জে পি নাড্ডার দলের জনপ্রিয়তা। এখন প্রশ্ন উঠতেই পারে কর্ণাটকের নির্বাচনের সঙ্গে বাংলার মিল কোথায়? এক তো, মহিলাদের ভোট দুই রাজ্যেই বিজেপিকে হারিয়েছে। তার বাইরে এটাও সত্যি, কংগ্রেস কন্নড়ভূমে মমতার দেখানো পথে হেঁটেছে। মমতার লক্ষ্মীর ভাণ্ডারের মত কংগ্রেসও কর্ণাটকে মহিলাদের প্রতিশ্রুতি দিয়েছে প্রতি মাসে ২ হাজার টাকা করে দেওয়ার। প্রতিশ্রুতি দিয়েছে সরকারি বাসে মহিলাদের বিনা ভাড়ায় যাতায়াত করার সুযোগ গড়ে দেওয়ার। সেই প্রতিশ্রুতিতেই মহিলাদের ভোট পেয়েছে কংগ্রেস।

আরও পড়ুন বাংলায় তো বাম জমানা থেকেই ডিপ্লোমা ডাক্তার রয়েছে, ভাইরাল ছবি

তবে অনেকেরই মনে হয়েছে মহিলাদের বিজেপি বিমুখ করে তোলার অন্যতম কারণ হল রান্নার গ্যাসের অতিরিক্ত দামবৃদ্ধি যার আঁচ পোহাতে হয়েছে মহিলাদেরই এবং নারী সুরক্ষায় চূড়ান্ত ব্যর্থতা। মূলত এই দুইয়ের জেরেও বিজেপি মহিলাদের ভোট হারিয়েছে। অতি প্রবল মোদি বাহিনীকেও যে হারানো যায় সেটা বাংলার এক মেয়ে দেখিয়ে দিয়েছিলেন একুশের ভোটে। আর তেইশের ভোটে ভারত দেখল বিজেপিমুক্ত দাক্ষিণাত্য। মোদি ডাক দিয়েছিলেন কংগ্রেস মুক্ত ভারত গড়ার। সেই ভারতেই এবার শুরু হয়ে গিয়েছে বিজেপি মুক্তির পালা। সেই কারণেই হয়তো প্রধানমন্ত্রীর প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা কৌশিক বসু ট্যুইট করে জানিয়েছেন, যা আজ কর্ণাটক ভাবছে তা আগামিকাল গোটা ভারত ভাববে। ভাবনার এই পালাটা কিন্তু বাংলার মাটিতেই শুরু করার ডাক দিয়েছিল বাংলার এক মেয়ে। কন্নড়ভূম তারই ব্যাপ্তি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মোদি হাওয়া নেই, দ্বিতীয় দফাতেও ভোটের হার হতাশাজনক

অমেথি, রায়বরেলির প্রার্থী চূড়ান্ত করতে শনিতে বৈঠকে কংগ্রেস নির্বাচনী সমিতি

জীবনে প্রথমবার কংগ্রেসকে ভোট দিতে চলেছেন উদ্ধব ঠাকরে

গো ফার্স্টের ৫৪ বিমানের রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ দিল্লি হাইকোর্ট

ভোট দেওয়ার পরেই মৃত্যুর কোলে নবতিপর বৃদ্ধা

সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর