এই মুহূর্তে




কপিল শর্মার কানাডার ক্যাফেতে ফের চলল গুলি, দায়িত্ব নিল কুখ্যাত গ্যাংস্টার গোষ্ঠী

নিজস্ব প্রতিনিধিঃ খলিস্তানি জঙ্গিদের লাগাতার নিশানায় কৌতুকাভিনেতা কপিল শর্মা। কানাডার সারে-তে তাঁর মালিকাধীন ক্যাফেতে আবারও চলল গুলি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে কপিল শর্মার ‘ক্যাপস ক্যাফে’-কে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। সূত্রের খবর, প্রায় নয় থেকে দশটি গুলি চালানো হয়েছে তাঁর ক্যাফেতে। যার ফলে তাঁর ক্যাফের বাইরের কাঁচ ভেঙে গিয়েছে এবং দেওয়ালে অনেক গুলির ছিদ্র পড়েছে। গুলি চালানোর পর কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাং তার দায় স্বীকার করেছে। এই নিয়ে তিনবার কপিল শর্মার ক্যাফেতে গুলি চলল। গত জুলাই ও অগস্টে গুলি চলেছে। একবার গুলি চালানোর স্বীকার করে নিয়েছিল খালিস্তানি জঙ্গিগোষ্ঠী। তারা দাবি করেছিল যে, কপিল শর্মা তাঁর শোয়ে খালিস্তানিদের নিয়ে ভুল মন্তব্য করাতেই তাঁর ক্যাফেতে গুলি চালানো হয়েছে। বাড়াবাড়ি করলে ফল ভোগ করতে হবে। তবে কোনও গুলিবর্ষণের ঘটনাতেই কেউ আহত বা নিহত হয়নি। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, আক্রমণকারীরা কপিল শর্মার ক্যাফেকে লক্ষ্য করে একটি গাড়ির ভিতর থেকে নির্বিচারে গুলি চালাচ্ছে।

সম্প্রতি ব্যবসায় নেমেছেন জনপ্রিয় কৌতুকাভিনেতা কপিল শর্মা। নিজে পঞ্জাবি হওয়ায় সম্প্রদায়ের কথা ভেবে কানাডায় খুলেছেন ‘ক্যাপস ক্যাফে’। যদিও অভিনয় ও টিভি শো নিয়ে চরম ব্যস্ত থাকায় ওই ব্যবসা নিজে দেখতে পারেন না কপিল। তাঁর স্ত্রী-ই ব্যবসা দেখাশোনা করেন। কিন্তু ক্যাফে খোলার কয়েকদিন পরেই ৯ জুলাই প্রথম গুলি হামলা চলে কপিল শর্মার ক্যাফে তে। বেশ কয়েকজন দুষ্কৃতী গাড়ি চেপে এসে বাইরে থেকে ক্যাফে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। ওই ঘটনার দায় স্বীকার করে নিয়েছিলেন খলিস্তানি জঙ্গি হরজিৎ সিংহ লাড্ডি। এরপর ৭ অগস্ট তাঁর ক্যাফেতে দ্বিতীয়বার গুলি হামলা চালায় জঙ্গিরা। আর দুটি হামলাতেই ক্যাফের জানালা ভেঙে যায়। এরপর ক্যাফেটি কয়েকদিনের জন্যে বন্ধ রাখা হয়। নিরাপত্তা পর্যালোচনা করে ফের ক্যাফে খোলা হয়। দ্বিতীয় হামলায় অন্ততপক্ষে ২৫ রাউন্ড গুলি চালানো হয়েছিল ক্যাপস ক্যাফেতে। এই গুলি চালানোর দায় স্বীকার করে নিয়েছিলেন কুখ্যাত গ্যাংস্টার গুরপ্রীত সিংহ ওরফে গোল্ডি ধিঁলো। তবে এ বিষয়ে এখনও তিনি কোনও প্রতিক্রিয়া জানাননি কপিল। তবে এই হামলার পর মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, কানাডার ক্যাফেতে হামলার পর যেভাবে গোল্ডি ধিঁলো গ্যাং মুম্বইতে অভিনেতার উপরে হামলার হুমকি দিয়েছে তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। অভিনেতার নিরাপত্তার বিষয়টির দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।’  

গত ৪ মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার হামলা হল কপিল শর্মার ক্যাফেতে। ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে গ্যাংস্টার গোল্ডি ঢিঁলো এবং কুলবীর সিধু গুলি চালানোর দায় স্বীকার করে। পোস্টটিতে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কথাও উল্লেখ করা হয়েছে। কুলবীর সিধুর ফেসবুক হ্যান্ডেল থেকে করা পোস্টটিতে লেখা রয়েছে, “ওয়াহেগুরু জি কা খালসা, ওয়াহেগুরু জি কি ফতেহ। আমি, কুলবীর সিধু এবং গোল্ডি ঢিঁলো আজ সারেতে অবস্থিত ক্যাপস ক্যাফেতে তিনটি গুলি চালানোর দায় নিচ্ছি। সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই। তবে যাদের সঙ্গে আমাদের বিরোধ আছে তাদের আমাদের থেকে দূরে থাকা উচিত। যারা অবৈধ (অবৈধ) কাজ করে এবং মানুষকে বেতন দেয় না তাদেরও প্রস্তুত থাকা উচিত। বলিউডে যারা ধর্মের বিরুদ্ধে কথা বলে তাদেরও প্রস্তুত থাকা উচিত। গুলি যেকোনও জায়গা থেকে আসতে পারে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সৌদি যুবরাজের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন ট্রাম্পের, অতিথি এলন মাস্ক-রোনাল্ডো-অ্যাপলের সিইও

বৃহস্পতিতে দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার, কারা হবেন নতুন সরকারে মন্ত্রী?

শীর্ষ নেতা হিডমার মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই অন্ধ্রের জঙ্গলে আরও ৭ মাওবাদী নিকেশ

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

মর্মান্তিক! অস্ট্রেলিয়ায় ৮ মাসের গর্ভবতী ভারতীয় মহিলাকে পিষে মারল বিএমডাব্লু গাড়ি

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইজরায়েলি ড্রোন হামলায় নিহত ১৩, আহত বহু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ