এই মুহূর্তে




প্রাক্তন স্বামীর শেষকৃত্যে যোগ দিতে সন্তানদের নিয়ে দিল্লি উড়ে গেলেন করিশ্মা




নিজস্ব প্রতিনিধি: পোলো খেলতে খেলতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী তথা ব্যবসায়ী সঞ্জয় কাপুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর। গত ১২ জুন লন্ডনে বন্ধুদের সঙ্গে পোলো খেলার সময় মারা গিয়েছেন সঞ্জয় কাপুর। জানা যায়, পোলো খেলতে খেলতে একটি মৌমাছি গিলে ফেলেছিল সঞ্জয় কাপুর। সেটা তাঁর গলায় আটকে যায়। তখনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সঞ্জয় কাপুরের মৃত্যুতে তাঁর পরিবার। শোকস্তব্ধ করিশ্মা কাপুরও। প্রাক্তন হলেও সঞ্জয় কাপুরের দুই সন্তানের মা করিশ্মা কাপুর। তবে, লন্ডন থেকে সঞ্জয়ের দেহ দিল্লিতে আনতে অনেক আইনী বাধা পেরোতে হয় সঞ্জয়ের পরিবারকে। অবশেষে শেষকৃত্যের জন্যে সঞ্জয়ের দেহ দিল্লিতে আনা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দিল্লিতে অনুষ্ঠিত হবে প্রয়াত উদ্যোক্তার শেষকৃত্য। জানা যাচ্ছে, প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের শেষকৃত্যে যোগ দিতে সন্তানদের নিয়ে দিল্লি রওনা হয়েছেন করিশ্মা কাপুর। আজ সকালে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে করিশ্মাকে।

করিশ্মার চলে যাওয়ার কয়েক মিনিট পরে, সইফ আলি খান এবং করিনা কাপুরকেও মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে। তারাও সঞ্জয় কাপুরের শেষকৃত্যেও যোগ দেবেন। 9একটি প্রতিবেদন অনুসারে, সঞ্জয়ের শেষকৃত্য বৃহস্পতিবার বিকেল ৫টায় নয়াদিল্লির লোধি রোড শ্মশান ভূমিতে অনুষ্ঠিত হবে। তবে করিশ্মার সঙ্গে তাঁর সন্তানরা শেষকৃত্যে যোগ কিনা তা এখনও জানা যায়নি। রবিবার (২২ জুন) শোকাহত পরিবার সঞ্জয়ের স্মরণে দিল্লির তাজ প্যালেসে একটি প্রার্থনা সভার আয়োজন করেছেন। এই বিষয়ে সঞ্জয়ের পরিবারের তরফ থেকে একটি নোট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যেখানে সঞ্জয়ের মা রানি সুরিন্দর কাপুর, স্ত্রী প্রিয়া সচদেব, তাদের সন্তান সাফিরা-আজারিয়াস এবং করিশ্মার সন্তান সামিরা এবং কিয়ান স্বাক্ষর করেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

২০০৩ সালে করিশ্মার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঞ্জয়, কিন্তু কিছুদিন পরেই তাঁদের সংসারে জটিলতা শুরু হয়। শোনা যায়, করিশ্মাকে মারধর করতেন সঞ্জয়। সঞ্জয়ের বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন করিশ্মা। এমনটাও শোনা যায় যে, হানিমুনে গিয়ে অভিনেত্রীকে নিলামে তুলেছিলেন ব্যবসায়ী। অবশেষে ২০১৪ সালে তাঁরা ডিভোর্স ফাইল করেন। এবং ২০১৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। এরপর ২০২৩ সালে, সঞ্জয় এবং করিশ্মাকে মুম্বইতে একসঙ্গে দেখা গিয়েছিল। যখন তাদের রাতের খাবারের পরে একটি রেস্তোরাঁ থেকে বেরিয়ে এসেছিলেন। এদিকে আকস্মিক মৃত্যুর আগে সঞ্জয় কাপুরের শেষ পোস্ট ছিল, আহমেদাবাদ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা। যেখানে তিনি নিহতদের জন্য একটি শোকবার্তা শেয়ার করেছিলেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইয়েমেনে খুনের দায়ে কেরলের নার্স নিমিশা প্রিয়াকে ফাঁসি দেওয়া হবে ১৬ জুলাই

ফাঁকা ট্রেনে মহিলাকে গণধর্ষণের পর ছুঁড়ে ফেলা হল চলন্ত ট্রেনের সামনে, নারকীয় ঘটনা হরিয়ানায়

‘ড্রিমলাইনার সবচেয়ে নিরাপদ’, বিমান দুর্ঘটনা নিয়ে সংসদীয় সমিতিকে সাফাই এয়ার ইন্ডিয়ার

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবির কার্যনির্বাহী প্রযোজক রাহুল গান্ধি?

বিহারে সরকারি চাকরিতে মেয়েদের ৩৫% সংরক্ষণ! মহিলা ভোট টানতে নয়া চাল নীতীশের

পুরুষদের পেছনে ফেলে শীর্ষে স্কারলেট, নতুন রেকর্ড গড়লেন অভিনেত্রী

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ