-273ºc,
Friday, 9th June, 2023 3:57 am
নিজস্ব প্রতিনিধি: গো-রক্ষকদের (Cow Vigilantes) দাবি মতো ২ লাখ টাকা না দেওয়ায় এক মুসলিম (Muslim Man) ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল বিজেপি শাসিত কর্ণাটকে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এই খুনের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ইদ্রিশ পাশা। তিনি গরু ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। শুক্রবার রাতে ট্রাকে করে গরু নিয়ে যাচ্ছিলেন ইদ্রিশ, সেই সময় রামনগর (Ramanagara) জেলার সাতনূর থানার কাছে তাঁর পথ আটকায় স্বঘোষিত গোরক্ষক পুনীত কেরেহাল্লি (Puneet Kerehalli) এবং তাঁর দলবল। ইদ্রিশের কাছে গরু কেনার এবং বহন করার বৈধ নথিপত্রও ছিল। কিন্তু গরু ব্যবসায়ীর কাছে ২ লাখ টাকা দাবি করেন স্বঘোষিত গো-রক্ষকরা। কিন্তু দাবি মতো সেই টাকা দিতে পারবেন না বলে জানান ইদ্রিশ। টাকা দিতে না চাওয়ায় এরপর ইদ্রিশ এবং তাঁর সহযোগীদের মারধর শুরু করেন তাঁরা। অবশেষে সাতনূর গ্রামে (Sathnur Village) একটি রাস্তার পাশে ইদ্রিস পাশার মৃতদেহ উদ্ধার হয়।
ঘটনার পর থেকে পলাতক তথাকথিত ‘গোরক্ষা বাহিনীর’ নেতা পুনিত কেরেহাল্লি। তাঁর বিরুদ্ধে হত্যা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।