নিজস্ব প্রতিনিধি: ভূস্বর্গে জঙ্গি দমনে বড়সড় সাফল্য। নিরাপত্তারক্ষীর গুলিতে বান্দিপোরায় খতম হল দুই কুখ্যাত জঙ্গি। নিহত ওই দুই জঙ্গির মধ্যে একজন বিজেপি নেতা ওয়াসিম বারির হত্যাকারী বলে জানা গিয়েছে। শনিবার ভোররাত থেকেই ওই দুই জঙ্গির সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই শুরু হয়। এরপর রবিবার সকালে জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে একটি টুইট করে ওই দুই কুখ্যাত জঙ্গিকে খতম করার সংবাদ প্রকাশ করা হয়।
এই এনকাউন্টার রবিবার সকাল ১১:৫৪-এর দিকে জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে একটি টুইট করে বলা হয়েছে, প্যাত বিজেপি নেতা ওয়াসিম বারি এবং তাঁর বাবা এবং ভাইয়ের খুনিকে এনকাউন্টার করে খতম করা হয়েছে। ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তা অনুসন্ধানের কাজ চলছে। নিকেশ করা ওই দুই জঙ্গির কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার রাতেই নিরাপত্তারক্ষীদের কাছে খবর পৌঁছায় বান্দিপোরার ওয়াতনিরা একালায় একটি বাড়িতে লুকিয়ে রয়েছে কয়েকজন কুখ্যাত জঙ্গি। এরপরেই ওই পুরো এলাকাটি ঘিরে ফেলা হয় এবং জঙ্গিদের সন্ধানে জম্মু-কাশ্মীর পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের যৌথ অভিযানে তল্লাশি অভিযান শুরু হয়। বিষয়টি কোনওভাবে আন্দাজ করতে পেরে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তাদের পাল্টা জবাব দিতে নিরাপত্তারক্ষী এবং পুলিশও গুলি চালায়। সেই গুলিতেই খতম হয় ওই দুই কুখ্যাত জঙ্গি।
অন্যদিকে, কাশ্মীরের উরি সেক্টরে চলা ওপর একটি তল্লাশি অভিযান চলাকালীন জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন ৩ জন নিরাপত্তারক্ষী। শনিবার মধ্যরাত থেকেই উরিতে জঙ্গিদমন অভিযানে নেমেছেন নিরাপত্তারক্ষীরা।