এই মুহূর্তে




কুণাল কামরাকে হুমকির পর হুমকি শিন্ডে সেনার, চোখে ঠুলি পরে মুম্বই পুলিশ




নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে আইনী ঝামেলায় পড়েছেন কৌতুকশিল্পী কুণাল কামরা। তাঁকে নিয়ে শিবসেনাদের ক্ষোভ কমছেই না। ইতিমধ্যেই একাধিক থানায় কুণালের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মুম্বই পুলিশ দু’বার তাঁকে সমন পাঠিয়েছে। এবং ৩১ মার্চের মধ্যে থানায় হাজির হতে বলেছেন। একনাথ শিন্ডেকে নিয়ে খারাপ মন্তব্যে ক্ষুব্ধ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নভিশও। তিনি কঠোর শাস্তির দাবি করেছেন। এতকিছুর পরেও একের পর এক প্যারোডি গানের ভিডিও শেয়ার করে চলেছেন কুণাল। গতকাল অর্থ মন্ত্রী নির্মলা সীতারামনকে নিয়ে প্যারোডি বেঁধেছিলেন তিনি, তার আগে শিবসেনাদের নিয়েও প্যারোডি বেঁধেছিলেন তিনি। যা নিয়ে দেশীয় রাজনীতি সরব। এবার ‘গদ্দার’ বিতর্কে মহারাষ্ট্র সরকারের মন্ত্রী শম্ভুরাজ দেশাই কুণাল কামরাকে হুমকি দিয়েছেন।

তিনি বলেছেন, ”কুণাল কামরা সীমা অতিক্রম করেছে। জল অনেকটাই গড়িয়েছে। শিন্দে সাহেবের উপর তৈরি বিতর্কিত ভিডিওটির জন্যে স্টুডিওতে গিয়ে আমরা তাঁকে প্রসাদ দিয়েছি। তাতেও তাঁর ভয় নেই। এখন সে ইচ্ছাকৃতভাবে প্রতিদিন নতুন নতুন ভিডিও প্রকাশ করছে। ইচ্ছাকৃতভাবে এই ধরনের কাজ করছে। কামরা প্রথমে শিন্দে সাহেবের মানহানি করেছিলেন। তারপর সে ম্যাডাম সীতারামনের মানহানি করেছেন। প্রধানমন্ত্রী মোদি সম্পর্কেও ভুল শব্দ ব্যবহার করেছেন। এমনকি সুপ্রিম কোর্টেও ভুল বক্তব্য রেখেছেন। এখন সময় এসেছে আমাদের শিবসৈনিকদের ভাষায় তাঁকে জবাব দেওয়ার। আমরা মন্ত্রী কিন্তু প্রথমে আমরা শিবসৈনিক। আমাদের ধৈর্য এখন শেষ। এবার আমরা আমাদের নিজস্ব ভাষায় উত্তর দেব। সে যেখানেই লুকিয়ে থাকুক, যে গর্তে বসে থাকুক। আমরা তাকে ধরে এখানে এনে প্রসাদ দেব।আমরা তাঁকে গর্ত থেকে বের করে প্রসাদ দেব। আমাদের থামানো হয়েছে। কিন্তু কামরা, আমাদের বলো কোথায় দেখা করতে হবে তোমার সঙ্গে।”

একনাথ শিন্দেকে নিয়ে ঘটা বিতর্কটি ঠিক কী?

কুণাল কামরা, যিনি তাঁর মন্তব্য এবং বুদ্ধি দিয়ে মানুষকে হাসানোর চেষ্টা করেন। সম্প্রতি তিনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে তিনি বলিউড ছবি ‘দিল তো পাগল হ্যায়’-এর গানের উপর একটি প্যারোডি উপস্থাপন করেছিলেন। সেটা ভাইরাল হতেই তোলপাড় পড়ে যায় মহারাষ্ট্রে। অভিযোগ, এই গানের মাধ্যমে তিনি মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নিন্দা করেছেন। তাঁকে বিশ্বাসঘাতক গদ্দার আখ্যা দিয়েছেন। এই ভিডিওটি ভাইরাল হতেই শিবসেনার (শিন্দে গোষ্ঠীর) নেতারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। রবিবার তারা মুম্বইয়ের খার এলাকায় অবস্থিত কুণালের হ্যাবিটাট স্টুডিও এবং হোটেল ইউনিকন্টিনেন্টাল ভাঙচুর করে। ইতিমধ্যে, কুণাল কামরার বিরুদ্ধে এমআইডিসি থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। শিন্দে সেনার বিধায়ক মুরাজি প্যাটেল একটি অভিযোগ দায়ের করেছেন।একজন শিবসেনা নেতা বলেছেন, একনাথ শিন্ডে, যিনি নিজের শক্তিতে অটো চালক থেকে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। তাঁকে নিয়ে মজা করা বরদাস্ত করা হবে না। শিবসেনা কর্মীরা তাকে সারা দেশে তাড়া করবে। যার ফলে তিধি ভারত থেকে পালাতে বাধ্য হবেন। উল্লেখ্য, কুণাল কামরার মন্তব্য নিয়ে বিতর্কের পর, সোমবার বিএমসি কর্মকর্তাদের একটি দল মুম্বইয়ের হ্যাবিট্যাট স্টুডিওর একটি অংশ ভেঙে দিয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১৩ দিনেই শেষ খুশি, স্বামীর ঘর ছেড়ে পাকিস্তানে ফিরতে হচ্ছে ২ নববধূকে

‘পহেলগাঁওয়ের ঘটনায় আমাদের রক্ত ফুটছে’, জঙ্গিদের কড়া জবাব দেওয়ার আশ্বাস মোদির  

‘কোথায় যাব? কেউ নেই’, দেশ ছাড়ার নোটিশ পেয়ে অকুল পাথারে পাকিস্তানি বংশোদ্ভুত সারদা

ধানবাদ থেকে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে মহিলা-সহ ৪ জনকে গ্রেফতার এটিএসের

‘১৩০টি পারমাণবিক অস্ত্র ভারতের দিকে তাক করা’- পহেলগাঁও হামলার পর প্রকাশ্য হুমকি পাক মন্ত্রীর

পহেলগাঁও হামলার পরেই কাশ্মীরে একের পর এক সন্ত্রাসীর বাড়ি ধ্বংস করল ভারতীয় সেনা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর