24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:31 am
নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিক থাকলে আগামী ১ ফেব্রুয়ারি দেশের সংসদে(Parliament) পেশ হবে ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট(General Budget)। যেহেতু ২০২৪ সালের মার্চ-এপ্রিল মাস নাগাদ দেশের সাধারন নির্বাচন, তাই এই বাজেটই কার্যত হতে চলেছে মোদি সরকারের(Modi Government) দ্বিতীয় দফার রাজত্বপাটের শেষ পূর্ণাঙ্গ বাজেট। স্বাভাবিক ভাবেই তা যে বেশ চমকপ্রদ ঘোষণায় পূর্ণ থাকবে সেটাই প্রায় সকলেই ধরে নিয়েছেন। ঠিক এই রকম অবস্থায় সামনে এল চাঞ্চল্যকর এক তথ্য। মোদি সরকারের হাত ধরে ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত দেশের সার্বিক ঋণ হু হু করে বাড়ছে। গত আট বছরে দেশে ঋণের বোঝা বেড়েছে ৮৪ লক্ষ ৭৭ হাজার ৩৫২ কোটি টাকা। আর দেশের ঋণ বাড়ার মানেই হল, জনপ্রতিও আর্থিক দায় চাপা। সেই অঙ্কটিও কিন্তু কম নয়। নরেন্দ্র মোদি(Narendra Modi) সরকারের সৌজন্যে মাথাপিছু ঋণের(Loan Per Head) বোঝা বেড়েছে ৫৮ হাজার ৬৯১ টাকা। ভারতে এখন জনপ্রতি ঋণের বোঝা ১ লক্ষ ৮ হাজার ২৩২ টাকা।
আরও পড়ুন প্রধানমন্ত্রীও কাঁদেন, দেখল দেশ
কেন্দ্রীয় সরকারেরই তথ্য বলছে, চলতি বছরে স্রেফ গত ছ’ মাসে দেশের ঋণের বোঝা বেড়েছে ১১ লক্ষ ৩১ হাজার ৩৭৯ কোটি টাকা। ২০২২-২৩ সালের বাজেট পেশের সময় সরকার সংসদে জানিয়েছিল, কেন্দ্রের ওপর এখন ঋণের বোঝা ১৩৫ লক্ষ ৮৮ হাজার ১৯৩ কোটি টাকা। কিন্তু গত সেপ্টেম্বর সেই অঙ্কটি বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ লক্ষ ১৯ হাজার ৫৭২ কোটি টাকা। অথচ ইউপিএ জমানায় প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং সরকারের অবসানের সময় এই ঋণের অঙ্কটি ছিল মাত্র ৬২ লক্ষ ৪২ হাজার ২২০ কোটি টাকা। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে তাহলে মোদি জমানায় দেশের অর্থনীতির হাল কী উন্নত হল? গেরুয়া শিবিরের নেতারা কথায় কথায় দেশের উন্নয়নের যে ছবি তুলে ধরেন তাহলে কী সেই সব ছবি বা দাবি নিছকই মনগড়া? এই ভাবে চললে ২০২৪ সালের ভোট যুদ্ধে বৈতরণী পার হতে পারবে তো গেরুয়া শিবির? প্রশ্ন কিন্তু উঠে গিয়েছে।