এই মুহূর্তে




 সোফিয়া কুরেশিকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলা মন্ত্রীর পাশেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী




নিজস্ব প্রতিনিধি, ভোপাল: ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পরে ভারতীয় সেনার মুখ হিসাবে গোটা বিশ্বের কাছে পরিচিত হয়ে উঠেছেন কর্নেল সোফিয়া কুরেশি। আর তাঁকেই ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলে কটাক্ষ করে নিন্দার মুখে পড়েছেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট-সর্বত্রই মুখ পুড়েছে মন্ত্রী মশায়ের। তবে তাতে হেলদোল নেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের। বরং গুণধর মন্ত্রীর পাশে দাঁড়িয়ে তিনি ওই জঘন্য মন্তব্যকে আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন ‘মুসলিম’ সোফিয়া কুরেশিকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলে কোনও ভুল করেননি মন্ত্রী। নিজের মানসপুত্রের কুকীর্তি আড়ালে এতটাই মরিয়া হয়ে উঠেছেন যে বিজয় শাহের ইস্তফার দাবি করায় কংগ্রেসকে একহাত নিয়ে বলেছেন, ‘আগে কর্নাটকের মুখ্যমন্ত্রীকে ইস্তফা দিতে বলুক কংগ্রেস নেতারা।’

মধ্যপ্রদেশ বিজেপি সূত্রে খবর, সোফিয়া কুরেশিকে নিয়ে অশালীন মন্তব্য করা বিজয় শাহের অতীত মোটেও স্বচ্ছ নয়। এমনকি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের স্ত্রীকে লক্ষ্য করে একবার যৌনগন্ধী মন্তব্য করেছিলেন। ওই মন্তব্যের জন্য সাংগঠনিকভাবে শাস্তিও পেয়েছিলেন। শুধু শিবরাজ চৌহানের স্ত্রীকে নিয়ে যৌনগন্ধী মন্তব্য করেই ক্ষান্ত থাকেননি। বিয়ে না করার জন্য লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে নিয়েও অশালীন মন্তব্য করেছিলেন। আর প্রতিবারই ওই মন্তব্যের পরে বিজয় শাহের পিঠ চাপড়ে দিয়েছেন মোহন যাদব। গত বিধানসভা ভোটের পরে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে মানসপুত্র বিজয় শাহকে মন্ত্রী হিসাবে নিয়োগ করেন।

সোফিয়া কুরেশিকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলা বিজয় শাহকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবিতে যেমন চাপ বাড়াচ্ছে কংগ্রেস, তেমনই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতীও সরব হয়েছেন। সেই চাপ কাটাতে বিজয়কে বাঁচাতে বিজেপি বিধায়কদের আসরে নামানোর অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। আদিবাসী ভোট ব্যাঙ্কের কথা ভেবেই বিতর্কিত মন্ত্রীর বিরুদ্ধে বিজেপি শীর্ষ নেতৃত্ব ব্যবস্থা নেওয়ার মতো হিম্ম‍ৎ দেখাতে পারছে না বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব ভারতীয় বাণিজ্যে, প্রবল ক্ষতির আশঙ্কায় চাল ব্যবসায়ীরা

বোকারোতে অস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া গেলেও ‘মূল মাস্টারমাইন্ড’ পলাতক, খুঁজছে পুলিশ

গভীর কুয়োয় ওঠা নামা যেন বাঁহাতের খেল, দেশি স্পাইডারম্যানের কীর্তি দেখে নিন স্বচক্ষে

‘মে ডে…’, ফের ককপিট থেকে ‘কল’ পাইলটের, বেঙ্গালুরুতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

টানা দুই বছর ধরে ১৪ জনের ধর্ষণের শিকার ১৫ বছরের দলিত কিশোরী, ভয়ঙ্কর ঘটনা অন্ধ্রে

Kanishka bombing: চার দশক পর শনাক্ত এয়ার ইন্ডিয়া বোমা হামলার পরিকল্পনাকারী ‘মিস্টার X’

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ