27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:34 am
নিজস্ব প্রতিনিধি: মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য পেল ঝাড়খণ্ড প্রশাসন। গ্রেফতার হয়েছেন মাওবাদীর শীর্ষ নেতা প্রশান্ত বসু ওরফে কিষাণদা। একইসঙ্গে তাঁর স্ত্রী শিলা মারান্ডিকেও গ্রেফতার করেছে পুলিশ। কিষাণদার মাথার দাম ছিল এক কোটি টাকা। ঝাড়খণ্ড পুলিশের তল্লাসি অভিযানে গ্রেফতার হয়েছেন এই মাওবাদী নেতা। জানা যায়, সিপিআই মাওবাদীদের পলিটব্যুরো এবং কেন্দ্রীয় মিলিটারি কমিশনের সদস্য প্রশান্ত বসু পার্টির বিলোপের আগে মাও-ইস্ট কমিউনিস্ট সেন্টার অব ইন্ডিয়া- এর প্রধান ছিলেন। ২০০৪ সালে এমসিসিআই-এর সঙ্গে মিশে যায় সিপিআই-এমএল। তৈরি হয় ভারতের মাওবাদী কমিউনিস্ট পার্টি। মাওবাদীদের ইস্টার্ন রিজিওনাল ব্যুরোর সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন প্রশান্ত বসু ওরফে কিষাণদা। কলকাতার যাদবপুরে ছিল আদি বাড়ি।
সূত্র মারফত খবর পেয়ে প্রশান্ত বসুকে গ্রেফতার করেছে ঝাড়খণ্ড পুলিশ। আগেই জানা গিয়েছিল ৭৫ বছর বয়সী প্রশান্তের শারীরিক অবস্থা খারাপ। লুকিয়ে ছিলেন ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলে। কিন্তু কিছুতেই তাদের খুঁজে পাচ্ছিল না পুলিশ। বহুবার সারান্ডার জঙ্গলে হানা দিলেও কোনওরকমে ফাঁকি দিয়ে চলে যাচ্ছিল এই মাওবাদী নেতা। কিন্তু শুক্রবার গোপনেই অভিযান চালিয়ে স-স্ত্রীক গ্রেফতার হলেন প্রশান্ত বসু। ওই মাওবাদী নেতার স্ত্রী শিলা মারান্ডিও শীর্ষ নেত্রী। মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি। তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ। যাদবপুরে থাকতেন প্রশান্ত বসু। কিন্তু দীর্ঘদিন নিজের পাড়া ও বাড়িতে ছিলেন না তিনি। প্রশান্ত ছাড়াও একাধিক নাম রয়েছে তাঁর। নির্ভয়, কিষাণ, কাজল এবং মহেশ নামে পরিচিত ছিলেন এই মাওবাদী নেতা।