এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

যোগীর শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে সোনিয়া-অখিলেশকে

নিজস্ব প্রতিনিধি, লখনউ: পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজনৈতিক অসৌজন্যতার নজির দেখেছিল গোটা দেশবাসী। আমন্ত্রণই জানানো হয়নি সদ্য প্রাক্তন হওয়া মুখ্যমন্ত্রী চরণজি‍ৎ সিং চান্নিকে। যা নিয়ে দেশজুড়ে ধিক্কারের মুখে পড়তে হয়েছে পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে। আর ওই ঘটনার মধ্যেই রাজনৈতিক সৌজন্য দেখানোর পথে হাঁটলেন উত্তরপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, আগামী ২১ মার্চ মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের অনুষ্ঠানে রাজনৈতিক তিক্ততা ভুলে কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধি, সমাজবাদী সুপ্রিমো অখিলেশ যাদবকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিজেপি শীর্ষ নেতৃত্বও তাঁর সেই ইচ্ছায় সায় দিয়েছে। যদিও আমন্ত্রণ পেলেও শপথগ্রহণ অনুষ্ঠানে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী হাজির হবেন কিনা, তা নিয়ে সংশয় থাকছে।

সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে ইতিহাস গড়ে দ্বিতীয়বার উত্তরপ্রদেশের কুর্সিতে ফিরেছে বিজেপি। আর ওই বিপুল জয়ের অন্যতম সেনাপতি যোগী আদিত্যনাথের কাঁধেই আগামী পাঁচ বছরের জন্য রাজ্য চালানোর ভার সঁপেছেন পদ্ম শিবিরের শীর্ষ নেতারা। ইতিমধ্যেই নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে রীতিমতো কোমর কষে ঝাঁপিয়েছে মুখ্যমন্ত্রীর সচিবালয়।

সূত্রের খবর, এবার আর রাজভবনে নয়, লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী একানা ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করতে চাইছেন উত্তরপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী। কেননা, স্টেডিয়ামে শপথগ্রহণ অনুষ্ঠান হলে প্রচুর সংখ্যক মানুষকে জায়গা দেওয়া সম্ভব হবে। দলের বিপুল জয়ের পিছনে সারা উদয়াস্ত পরিশ্রম করেছেন সেই বিজেপি’র নিচুতলার নেতা-কর্মীরা যাতে শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির হতে পারেন, তার জন্যই এমন পরিকল্পনা।

সাধারণ মানুষের পাশাপাশি শপথগ্রহণ অনুষ্ঠানে চাঁদের হাট বসাতে চাইছেন যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই ২০০ জন ভিভিআইপির প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ বিজেপির শীর্ষ নেতাদের নাম রয়েছে, তেমনই বিরোধী শিবিরের নেতা-নেত্রীদেরও একাধিক নাম রয়েছে। সূত্রের খবর, রাজনীতির ঊর্ধ্বে উঠে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত প্রিয়াঙ্কা গান্ধি, সপা সুপ্রিমো অখিলেশ যাদব, বসপা প্রধান মায়াবতী, প্রবীণ সমাজবাদী নেতা মুলায়ম সিং যাদবকেও আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

যৌন কেলেঙ্কারিতে যুক্ত দেবগৌড়ার নাতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বিজ্ঞাপনে তৃণমূলকে নিশানা, সুকান্তকে শোকজ নির্বাচন কমিশনের

৮,৮৮৯ কোটি টাকার মদ, নগদ বাজেয়াপ্ত কমিশনের, শীর্ষে মোদির রাজ্য গুজরাত

একই পরিবারের পাঁচজনকে খুন করে আত্মঘাতী খুনি, ভয়াবহ ঘটনা ছত্তিশগড়ে

বাড়িতে বসেই ভোট দিলেন মনমোহন সিং-লালকৃষ্ণ আদবানিরা

রবিবার বিজেপির সদর দফতর ঘেরাওয়ের ডাক কেজরিওয়ালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর