এই মুহূর্তে




‘ভারতীয় সেনা-ও মোদির চরণে মাথা ঠোকে’, বেফাঁস মন্তব্য মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর




নিজস্ব প্রতিনিধিঃ কর্নেল সোফিয়া কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ বানিয়ে চরম বিতর্কের মুখে পড়েছেন মধ্যপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী বিজয় শাহ। যিনি ‘অপারেশন সিঁদুর’ অভিযানে অন্যতম প্রধান মুখ ভারতীয় সেনাবাহিনীর কর্ণেল ‘সোফিয়া কুরেশি’-র নামোচ্চারণ না করেই একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বলেছিলেন, ‘আমাদের বোনেদের সিঁদুর যাঁরা কেড়ে নিয়েছেন, তাঁদের সায়েস্তা করতে তাঁদের বোনকেই পাঠিয়েছেন মোদিজি।’ অর্থাৎ ‘জঙ্গিদের বোন’ সোফিয়া কুরেশিকে দিয়েই জঙ্গিদের খতম করেছে ভারত। বিজয় শাহের এই মন্তব্যটি ভাইরাল হতেই নড়েচড়ে বসেন পুলিশ প্রশাসন। তাঁর বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। এই বিষয়টির এখনও নিষ্পত্তি হয়নি।

তার মধ্যেই মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী জগদীশ ডেবড়া-র আরেকটি মন্তব্য রাজনৈতিক মহলে ঝড় তুলল। পাকিস্তানের সঙ্গে ভারতের ‘সংঘর্ষ বিরতি’ নিয়ে মোদির সমালোচনা শুরু করেছে বিরোধীরা। কিন্তু এবার এক একটা বিতর্কিত মন্তব্য করে ঝামেলায় জড়াচ্ছেন বিজেপি নেতারা। সম্প্রতি জব্বলপুরে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্সদের একটি প্রশিক্ষণ কর্মসূচিতে ভাষণ দিয়ে গিয়ে জগদীশ ডেবড়া-র জানিয়েছেন, ‘পুরো দেশ, দেশের সেনাবাহিনী এবং সৈন্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পায়ে মাথা নত করে। তাঁর চরণে মাথা ঠোকে।’

এরপর দেবদার পহেলগাঁও হামলায় নিহত ২৬ পর্যটকের বিষয়ে বলেন, ‘মনে প্রচণ্ড ক্ষোভ ছিল যে, সেখান যাওয়া পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে বেছে বেছে হত্যা করা হয়েছিল। শিশুদের সামনে তাঁদের হত্যা করা হয়েছিল। মহিলা দের একপাশে দাঁড় করিয়ে তাঁদের সামনে গুলি করা হয়েছিল। সেইদিন থেকে, গোটা দেশের মনে উত্তেজনা ছিল যে যতক্ষণ না এর প্রতিশোধ নেওয়া হয়, যতক্ষণ না মায়ের সিঁদুর মুছে ফেলা মানুষদের হত্যা করা হয়, ততক্ষন আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো না।’ এরপরেই উপমুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা সফল প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। সমগ্র দেশ, দেশের সেনাবাহিনী, সৈন্যরা তাঁর পায়ে মাথা ঠোকে। তিনি যে উত্তর দিয়েছেন তাঁর প্রশংসা করা যথেষ্ঠ নয়।’ উপ মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে রাজনৈতিক মহলে ঝড় উঠেছে। বিরোধীরাও নানা কথা বলছেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বোকারোতে অস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া গেলেও ‘মূল মাস্টারমাইন্ড’ পলাতক, খুঁজছে পুলিশ

গভীর কুয়োয় ওঠা নামা যেন বাঁহাতের খেল, দেশি স্পাইডারম্যানের কীর্তি দেখে নিন স্বচক্ষে

‘মে ডে…’, ফের ককপিট থেকে ‘কল’ পাইলটের, বেঙ্গালুরুতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

টানা দুই বছর ধরে ১৪ জনের ধর্ষণের শিকার ১৫ বছরের দলিত কিশোরী, ভয়ঙ্কর ঘটনা অন্ধ্রে

Kanishka bombing: চার দশক পর শনাক্ত এয়ার ইন্ডিয়া বোমা হামলার পরিকল্পনাকারী ‘মিস্টার X’

সিট নিয়ে বিবাদের জের, চলন্ত ট্রেনে যুবককে পিটিয়ে খুন

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ