এই মুহূর্তে




ICC-র বিশ্বকাপের সেরা একাদশে তিন ভারতীয়, কিন্তু নাম নেই বিশ্বজয়ী অধিনায়ক হরমনপ্রীতের

নিজস্ব প্রতিনিধি: বিশ্বজয় করেছে ভারত। আর দেশকে বিশ্বকাপের ট্রফি এনে দিয়েছে ভারতের মহিলা বাহিনী। যা কিনা ৪৭ বছরের খরা কাটিয়ে দিয়েছে ভারতের। গত ২ নভেম্বর হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দল রীতিমতো অসাধ্য সাধন করেছে। এবং ইতিহাসে নাম তুলেছেন হরমনপ্রীত, স্মৃতি মান্ধানা, জেমাইমা রদ্রিগেজরা। তাঁদের নাম চিরকাল ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ১৯৭৮ সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপে প্রথম যোগ দিয়েছিল ভারত। কিন্তু কোনও বছর বিশ্বকাপে ট্রফি আনতে পারেনি ভারত। শেষমেষ ২০২৫ সালের ICC ODI বিশ্বকাপে ভারতকে জিতিয়ে ৪৭ বছরের শাপমোচন করল ভারতী মলিলা দল।

এখনও মহিলাদের সেই জয়ে আনন্দে ভাসছেন দেশবাসী। কিন্তু যাঁর নেতৃত্বে ভারত বিশ্বচ্যাম্পিয়ন হল, সেই হরমনপ্রীত কৌরই বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন না। ২০২৫ সালের মহিলাদের একদিনের বিশ্বকাপে সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। কিন্তু সেখান নাম নেই হরমনপ্রীতের। কিন্তু নাম আছে তিন ভারতীয়র। এছাড়া ফাইনাল পর্যন্ত না পৌঁছেও সেরা একাদশে স্বান রয়েছে তিন অস্ট্রেলিয়া খেলোয়াড়ের। এছাড়া দক্ষিণ আফ্রিকার তিনজন ক্রিকেটার সেরা একাদশে জায়গা পেয়েছেন। পাকিস্তান ও ইংল্যান্ডেরও এক জন ক্রিকেটার রয়েছেন দলে। ১১ জনের দলে তিন বিশেষজ্ঞ ব্যাটার, তিন পেসার-অলরাউন্ডার, দুই স্পিনার-অলরাউন্ডার, এক উইকেটরক্ষক ও দুই বিশেষজ্ঞ স্পিনারকে রাখা হয়েছে।

বিশ্বকাপের সেরা একাদশ

১) স্মৃতি মন্ধানা (ভারত): বিশ্বকাপে তিনি মোট ৪৩৪ রান করেছেন। সুতরাং সর্বাধিক রানের তালিকায় ভারতের সহ-অধিনায়ক সেরা একাদশের দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছেন। যার মধ্যে একটি শতরান ও দু’টি অর্ধশতরান রয়েছে তাঁর।

২) লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা, অধিনায়ক): যিনি রেকর্য গড়েছেন। লরা উলভার্ট এই দলের অধিনায়ক। বিশ্বকাপে মোট ৫৭১ রান করেছেন। সেমি ফাইনাল ও ফাইনালেও তিনি শতরান দিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন। গোটা বিশ্বকাপে তাঁর দু’টি শতরান এবং তিনটি অর্ধশতরান রয়েছে।

৩) জেমাইমা রদ্রিগেজ (ভারত): বিশ্বকাপের সেমিফাইনালে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করে দলকে জিতিয়েছেন। বিশ্বকাপে একটি শতরান ও একটি অর্ধশতরানের রেকর্ড রয়েছে এই মিডল অর্ডার ব্যাটারের।

৪) মারিজান কাপ (দক্ষিণ আফ্রিকা): তিনি এই বিশ্বকাপের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন। গোটা বিশ্বকাপে তিনি ২০৮ রান করেছেন। এছাড়াও ১২ উইকেট নিয়েছেন। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি একাই ৫ উইকেট নিয়েছিলেন।

৫) অ্যাশলি গার্ডনার (অস্ট্রেলিয়া): বিশ্বকাপের আরও এক সেরা অলরাউন্ডার ছিলেন তিনি। দু’টি শতরান করেছেন। নিয়েছেন ৭ উইকেট।

৬) দীপ্তি শর্মা (ভারত): বিশ্বকাপের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন তিনি। গোটা বিশ্বকাপে ২১৫ রান করেছেন তিনি। এছাড়া বিশ্বকাপ জুড়ে মোট ২২ টি উইকেট নিয়েছেন তিনি। ফাইনালে অর্ধশতরানের পাশাপাশি ৫ উইকেট নিয়েছেন তিনি।

৭) অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া): তিনি মোট ১১৭ রান করেছেন। এছাড়াও ১৭ উইকেট নেওয়ার রেকর্ডও রয়েছে তাঁর নামে। চলতি বিশ্বকাপে নজর কেড়েছেন এই অলরাউন্ডার।

৮) নাদিন ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা): বিশ্বকাপে ভাল খেলেছেন তিনি। মোট ২০৮ রান করেছেন। পাশাপাশি ৯ উইকেট নিয়েছেন। তিনটি ম্যাচে ছক্কা মেরেছেন তিনি।

৯) সিদরা নাওয়াজ (পাকিস্তান): বিশ্বকাপে মাত্র ৬২ রান করেও জায়গা নিয়েছেন সেরা একাদশে। কারণ চারটি ক্যাচ ও চারটি স্টাম্প করেছেন তিনি। তাই সেরা একাদশে জায়গা পেয়েছেন তিনি। এদিকে ভারতের উইকেটরক্ষক রিচা ঘোষ ২৩৫ রান করেও উইকেটরক্ষক হিসাবে সেরা একাদশে জায়গা পাননি। এই নিয়েই এখন সমালোচনার ঝড় উঠেছে।

১০) আলানা কিং (অস্ট্রেলিয়া): বিশ্বকাপে ১৩ উইকেট নিয়েছেন। তার মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলে তিনি একাই ৭ উইকেট নিয়েছেন।

১১) সোফি ইকলেস্টোন (ইংল্যান্ড): বিশ্বকাপে ইংল্যান্ড ফাইনালে উঠতে না পারলেও ১৬ উইকেট নিয়ে নজর কেড়েছেন এই ক্রিকেটার।

১২) ন্যাট শিভার ব্রান্ট (ইংল্যান্ড): ইংল্যান্ডের অধিনায়ক এ বারের বিশ্বকাপে মোট ২৬২ রান করেছেন। এবং একটি শতরান করেছেন। পাশাপাশি ৯ উইকেটও নিয়েছেন। তাই তাঁকে দ্বাদশ ক্রিকেটার হিসাবে রাখা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতীয় দলের সঙ্গেই গুয়াহাটি যাচ্ছেন গিল, দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা নিয়ে যা জানাল বিসিসিআই

সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিল কুরাসাও, যোগ্যতা অর্জন ইউরোপের পাঁচ দেশের

বৃহস্পতিতে দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার, কারা হবেন নতুন সরকারে মন্ত্রী?

অন্ধ্রে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ! শীর্ষনেতা হিডমার মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে আরও ৭ মাওবাদী খতম

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

মর্মান্তিক! অস্ট্রেলিয়ায় ৮ মাসের গর্ভবতী ভারতীয় মহিলাকে পিষে মারল বিএমডাব্লু গাড়ি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ