-273ºc,
Tuesday, 30th May, 2023 12:38 pm
নিজস্ব প্রতিনিধি: ওমিক্রন আতঙ্কে কাঁপছে বিশ্ব। চিন্তায় রয়েছে ভারতের চিকিৎসকেরা। তাই ধীরে ধীরে বাড়তে থাকা ওমিক্রনের গ্রাফে লাগাম টানতে চাইছে বিভিন্ন সরকার। এর মাঝেই দিল্লিতে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ ও পজিটিভিটি রেট। তাই নৈশ্য কার্ফুকেই ওমিক্রন দমনের ওষুধ হিসেবে কাজে লাগাছে দিল্লির সরকার। মহারাষ্ট্র, কর্ণাটক ও উত্তরপ্রদেশের পর দিল্লিতেও লাগু হচ্ছে নৈশ্য কার্ফু। সোমবার রাত থেকেই লাগু হচ্ছে এই বিধিনিষেধ। গত রবিবার দিল্লিতে করোনার দৈনিক সংক্রমণের পাশাপাশি বেড়েছে পজিটিভিটি রেট। ০.৫৫% ছুঁয়ে ফেলেছে পজিটিভিটি রেট। পাশাপাশি পাল্লা দিচ্ছে ওমিক্রন। তাই এই কড়া সিদ্ধান্ত নিল কেজরির সরকার। ।
এদিন থেকে রাত ১১ টা থেকে ৫ টা পর্যন্ত জারি থাকবে নৈশ্য কার্ফু। যাতে গণ পরিবহণ চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে। এছাড়াও একাধিক বিধিনিষেধ জারি রয়েছে দেশের রাজধানীতে। তবে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। যেমন, শাক-সব্জি, দুধ কিংবা গৃহস্থের গুরুত্বপূর্ণ আসবাবপত্র কেনার জন্য যারা বাইরে যাবেন তাদের ছাড় দেওয়া হয়েছে। টিকিট থাকলেই নৈশ্য কার্ফু চলাকালীন বিমানবন্দর, বাস স্টপ কিংবা রেল স্টেশন থেকে বাড়ি ফেরার অনুমতি পাবেন যাত্রীরা। সাংবাদিকদের ছাড় দেওয়া হয়েছে, খাবার ও ওষুধ ডেলিভারি করা যাবে, শাক-সব্জি ও দুধের দোকান খোলা রাখা যাবে নৈশ্য কার্ফু চলাকালীন। ওষুধের দোকান খোলা রাখার অনুমতিও দেওয়া হয়েছে।
গত রবিবার দিল্লিতে ২৯০ জন করোনায় আক্রান্ত হন। পজিটিভিটি রেট ০.৫৫ শতাংশ ছুঁয়েছে। অপরদিকে মাথাচাড়া দিচ্ছে ওমিক্রন। তাই এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লির সরকার। তবে নৈশ্য কার্ফু চলাকালীন শপিং মল, অত্যাবশকীয় পণ্য বিক্রি না করা দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।