নিজস্ব প্রতিনিধি, গ্বালিয়র: বিজেপি শাসিত মধ্যপ্রদেশে মেয়েরা কতটা নিরাপদহীন, ফের একবার তার জলজ্যান্ত প্রমাণ মিলল। সোমবার সাত সকালেই গ্বালিয়র শহরের এক পেট্রল পাম্পে অপেক্ষারত তরুণীকে অপহরণ করে মোটরবাইকে চেপে চম্পট দিল দুষ্কৃতীরা। আর লোমহর্ষক ঘটনা বন্দি হয়েছে সিসিটিভি ক্যামেরায়। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত না অপহরণকারীদের গ্রেফতার করতে পেরেছে পুলিশ, না অপহৃতা তরুণীকে উদ্ধার করতে পেরেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহৃতা তরুণীর বয়স ১৯ বছর। বিএ পাঠরতা ওই তরুণী পরিবারের সঙ্গে দিওয়ালি কাটাতে ভিন্দে গিয়েছিলেন। ছুটি কাটিয়ে এদিন সকালে বাসে চেপে গ্বালিয়র শহরের এক পেট্রল পাম্পের সামনে নামেন। দাদার জন্যই অপেক্ষা করছিলেন ওই পেট্রল পাম্পের সামনে। সকাল আটটা ৫০ মিনিট নাগাদ আচমকাই মোটরবাইকে চেপে দুই দুষ্কৃতী পেট্রল পাম্পে আসে। চোখের পলকেই এক দুষ্কৃতী তরুণীকে কোলে তুলে নিয়ে মোটরবাইকে বসায়। তার পরে চম্পট দেয়।
ঘটনার সময়ে পেট্রল পাম্পে একাধিক লোক হাজির থাকলেও অপহরণকারীদের কেউ বাধা পর্যন্ত দেয়নি। অপহরণের অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই দুষ্কৃতীকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকা থেকে তরুণীকে অপহরণের ঘটনায় ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার কথা জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়েছে।