এই মুহূর্তে




জরুরি বহির্গমন দরজা খোলার চেষ্টা যাত্রীর, মুম্বইগামী বিমানে প্রবল আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি: বারাণসী থেকে মুম্বইগামী বিমানে আতঙ্ক। বিমান চলতে শুরু করা ঠিক আগে ভিতরে থাকা এক যাত্রী হঠাৎই বিমানের জরুরি বহির্গমন দরজা খোলার চেষ্টা করে। এতেই আতঙ্ক ছড়ায় বিমান যাত্রীদের মধ্যে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।

জানা গিয়েছে, আকাশা এয়ারের ফ্লাইট QP 1497-এ এই ঘটনা ঘটেছে।  লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর  থেকে সোমবার এই বিমানের সন্ধ্যা ৬.৪৫ মিনিটে বারাণসী থেকে  মুম্বই রওনা হওয়ার কথা ছিল। এই  বিমানে  উত্তর প্রদেশের জৌনপুর জেলার সুজিত সিং নামে একজন যাত্রী ছিলেন। তিনি জরুরি বহির্গমন দরজা খোলার চেষ্টা করেন। তবে কেবিন ক্রুরা  অভিযুক্তকে ধরে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে পাইলটকে বিষয়টি নিয়ে সতর্ক করেন। পাইলটকে এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) এর নির্দেশের পরে বিমানটিকে আবার  রানওয়ে থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তা কর্মীরা পরবর্তীতে সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নেন এবং  অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়। 

ফুলপুর স্টেশন হাউস অফিসার প্রবীণ কুমার সিং বলেছেন, তিনি "কৌতূহলবশত" বহির্গমন দরজা খোলার চেষ্টা করেছিলেন এবং তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইঞ্জিনিয়ারিং টিম বিমানটিকে পুঙ্খানুপুঙ্খভাবে  পরীক্ষা করার পর এবং ছাড়পত্র দেওয়ার পর রাত ৯:০০ টায় বিমানটি ছেড়ে যায়। বিমানটি মুম্বই পৌঁছানোর নির্ধারিত সময় ৯:৫৫ এর পরিবর্তে রাত ১১:২৮ টায় পৌঁছায়। আকাসা এয়ারের একজন মুখপাত্র বলেছেন, “  ৩ নভেম্বর বারাণসী থেকে মুম্বাই যাওয়ার কথা ছিল   ফ্লাইট QP ১৪৯৭-এর একজন যাত্রী পার্কিং বে-তে বিমানটি স্থির থাকা অবস্থায় অনুমতি ছাড়াই জরুরি বহির্গমন দরজার কভার খোলার চেষ্টা করেছিলেন। ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।" 
Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘লালকেল্লার বিস্ফোরণ সন্ত্রাসবাদীদেরই কাজ’, ৪৮ ঘন্টা বাদে স্বীকার করে নিল কেন্দ্র

হরিয়ানার ফরিদাবাদে মিলল আত্মঘাতী জঙ্গি উমরের লাল রংয়ের ইকোস্পোর্ট

অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে যোগ, সিআইডির জেরার মুখে প্রকাশ রাজ

লালকেল্লা বিস্ফোরণ: লাল রংয়ের ফোর্ড ইকো স্পোর্টের খোঁজে হন্যে গোয়েন্দারা

 লালকেল্লার বিস্ফোরণ থেকে শিক্ষা নিন, গাড়ি বেচা-কেনার আগে কি কি নিয়ম মানবেন?

দিল্লি বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে মোদি, জড়িতদের কঠোর শাস্তির আশ্বাস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ