এই মুহূর্তে




৭৩তম জন্মদিনে ‘বন্ধু’ পুতিনকে শুভেচ্ছা মোদির, আর কি নিয়ে কথা হল দুজনের?

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ৭৩তম জন্মদিন উপলক্ষে বন্ধু ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘বন্ধুর’ দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি ভারত ও রাশিয়ার সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন।

আগামী ডিসেম্বরে ২৩তম রুশ-ভারত বার্ষিক সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক যুদ্ধের পরে ওয়াশিংটনের সঙ্গে দুরত্ব তৈরি হয়েছে দিল্লির। আর তার পরেই মস্কোর দিকে ঝুঁকে পড়েছেন মোদি সরকার। যদিও গাজায় শান্তিচুক্তি নিয়ে মার্কিন রাষ্ট্রপতির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদি। মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনের এক ফাঁকেও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। তবে সেই বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে গুরুত্ব ঘুচবে কিনা, তা নিয়ে সংশয় থাকছে।

ওয়াশিংটনের সঙ্গে দিল্লির দুরত্বের মধ্যেই মস্কোর সঙ্গে বন্ধুত্ব বাড়ানোর নীতি নিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। গত এক মাসে বেশ কয়েকবার ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্টের সঙ্গে। গত সপ্তাহেও একবার কথা হয়েছিল। ওই কথোপকথনের সময়েই পুতিন প্রধানমন্ত্রী মোদিকে  “ভারতের জাতীয় স্বার্থ রক্ষাকারী যুক্তিসঙ্গত এবং জ্ঞানী নেতা” হিসেবে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। সেই সঙ্গে আশা প্রকাশ করেছিলেন ‘ভারতীয়দের অপমানিত করে এমন পদক্ষেপ নেবেন না।’ এদিন পুতিনকে যেমন জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তেমনই ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেন এবং দুই দেশের মধ্যে বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।চলতি বছরের শেষের দিকে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য রাষ্ট্রপতি পুতিনকে ভারতে স্বাগত জানাতে যে তিনি মুখিয়ে রযেছেন তাও জানাতে ভুল করেন মোদি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বৃহস্পতিতে দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার, কারা হবেন নতুন সরকারে মন্ত্রী?

শীর্ষ নেতা হিডমার মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই অন্ধ্রের জঙ্গলে আরও ৭ মাওবাদী নিকেশ

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

মর্মান্তিক! অস্ট্রেলিয়ায় ৮ মাসের গর্ভবতী ভারতীয় মহিলাকে পিষে মারল বিএমডাব্লু গাড়ি

দিল্লি বিস্ফোরণে নাম জড়ানো আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করল ইডি

হাসিনার ফাঁসির রায়ের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ