এই মুহূর্তে




আল কায়দা যোগ! ল্যাপটপে লাদেনের বক্তব্য সংরক্ষণ করায় গ্রেফতার পুণের সফটওয়্যার ইঞ্জিনিয়ার

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের উপর ‘অপারেশন সিঁদুর’ হামলার পর থেকে অসংখ্য গুপ্তচর গ্রেফতার হয়েছে ভারতে। যাঁরা ভারতে থেকে সেনাবাহিনীর গতিবিধির উপর নজর রাখছিলেন এবং তা পাকিস্তানি ISIS-এর কাছে পাচার করছিলেন। সকলকেই ধরা হয়েছে। এবার পুণে থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হলেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার বিরুদ্ধে অভিযোগ, আল-কায়েদা জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল। এবং সন্ত্রাসী সংগঠনের প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের বক্তৃতা তিনি নিয়মিত অনুসরণ করতেন বলে অভিযোগ। জানা গিয়েছে, তাঁকে চলতি সপ্তাহেই পুণে থেকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াড (STS)।

সূত্রের খবর, গত সোমবার মহারাষ্ট্রের সন্ত্রাসবিরোধী স্কোয়াড জুবের হাঙ্গারগেকর নামক ওই প্রযুক্তিবিদকে গ্রেফতারের পর তাঁর কাছ থেকে বিন লাদেনের একটি বক্তৃতার উর্দু অনুবাদ খুঁজে পেয়েছেন। এছাড়া তার কাছ থেকে AK-47 রাইফেল পাওয়া গিয়েছে এবং বোমা তৈরির ছবিও জব্দ করা হয়েছে। জানা গিয়েছে, তরুণদের মৌলবাদী করার ক্ষেত্রে তার অবদান ছিল। গত মাস থেকেই এটিএসের নজরে ছিলেন তিনি। এরপর গোপনে অভিযান চালিয়ে তাঁকে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের ধারায় কোন্ধোয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ ইউএপিএ আদালত তাঁকে ৪ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।পুলিশ জানিয়েছে যে, হাঙ্গারগেকর মহারাষ্ট্র এবং অন্যান্য শহরে দেশবিরোধী কার্যকলাপে জড়িত ছিলেন। এবং সন্ত্রাসী হামলার পরিকল্পনাতেও জড়িত ছিলেন।

সোলাপুরের বাসিন্দা জুবের সুশিক্ষিত এবং সফটওয়্যার টেস্টিং এবং ডাটাবেস ডেভেলপমেন্টে বিশেষজ্ঞ। গ্রেফতারের আগে তিনি কল্যাণী নগরের একটি সফটওয়্যার আইটি কোম্পানিতে কর্মরত ছিলেন এবং ভালো বেতন পেতেন। কয়েকদিন আগে, সন্ত্রাসবাদের অর্থায়ন মামলার অংশ হিসেবে এটিএস কোন্ধোয়া এলাকার ২৫-২৬টি স্থানে বড় আকারের অভিযান চালায়। অভিযানের সময় উদ্ধারকৃত কিছু উপকরণের পরীক্ষার সময়, হাঙ্গারকরের বিরুদ্ধে বেশ কিছু তথ্য পান STS বাহিনী। তবে তাঁর কাছ থেকে উদ্ধারকৃত ডিজিটাল প্রমাণ এবং নথিগুলি এই নেটওয়ার্কের সঙ্গে আরও ব্যক্তিদের যুক্ত থাকার সম্ভাবনা নিশ্চিত করেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘লালকেল্লার বিস্ফোরণ সন্ত্রাসবাদীদেরই কাজ’, ৪৮ ঘন্টা বাদে স্বীকার করে নিল কেন্দ্র

হরিয়ানার ফরিদাবাদে মিলল আত্মঘাতী জঙ্গি উমরের লাল রংয়ের ইকোস্পোর্ট

অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে যোগ, সিআইডির জেরার মুখে প্রকাশ রাজ

লালকেল্লা বিস্ফোরণ: লাল রংয়ের ফোর্ড ইকো স্পোর্টের খোঁজে হন্যে গোয়েন্দারা

 লালকেল্লার বিস্ফোরণ থেকে শিক্ষা নিন, গাড়ি বেচা-কেনার আগে কি কি নিয়ম মানবেন?

দিল্লি বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে মোদি, জড়িতদের কঠোর শাস্তির আশ্বাস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ