এই মুহূর্তে

‘মনে হচ্ছে আমি জেল থেকে বেরোলাম’, ২০ বছর পর শিবসেনা ভবনে পা রেখে বিস্ফোরক রাজ ঠাকরে

নিজস্ব প্রতিনিধি: ২০ বছর পর মুম্বইয়ের পুরভোটে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঠাকরে ভাইয়েরা। ভোটে লড়াইয়ের জন্যে উদ্ভব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (UBT) এবং রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS) একটি জোট গঠন করেছে। সেইমতো আজ রবিবার (৪ জানুয়ারী) দাদরের শিবাজি পার্কে অবস্থিত শিবসেনার (UBT) সদর দফতরের শিবসেনা ভবনে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই সাংবাদিক বৈঠকে যোগ দেওয়ার জন্যে প্রায় ২০ বছর পর দাদারের শিবসেনার সদর দফতরে পা রাখলেন রাজ ঠাকরে। এদিন সাংবাদিক বৈঠকে মুম্বইয়ের উন্নয়নের বিষয়ে বেশ কয়েকটি প্রতিশ্রুতি দিয়েছেন উভয় দলের নেতারা। এদিন যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ ঠাকরে, উদ্ধব ঠাকরে এবং সঞ্জয় রাউত। রাজ ঠাকরে ও উদ্ভব ঠাকরে দুই ভাই হলেও দীর্ঘদিন তাঁদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ ছিল। রাজ ঠাকরে আলাদা দল গঠন করলেও তাতে মদত ছিল বিজেপির। কিন্তু BMC-এর আগামী নির্বাচনের আগেই বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দাদা উদ্ভব ঠাকরের সঙ্গে হাত মেলান তিনি। সমস্ত শত্রুতা ভুলে পুরভোটে একসঙ্গে লড়াইয়ের প্রতিজ্ঞাবদ্ধ হন তাঁরা। তাই উদ্ভব ঠাকরের মুখ দেখাদেখি বন্ধ থাকাকালীন শিবসেনা দফতরেও পা রাখেন নি তিনি। অবশেষে ২০ বছর পর আজ শিবসেনা দফতরে রাজ ঠাকরে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, নির্বাচন প্রক্রিয়া এবং বিজেপির উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাজ ঠাকরে। বলেন, “২০ বছর পর এখানে এসে মনে হচ্ছে যেন আমি জেল থেকে বেরিয়ে এসেছি। শিবসেনা ভবনের সঙ্গে আমার অনেক পুরনো স্মৃতি জড়িত। সেগুলো স্মরণ করতে কতদিন লেগে যাবে তার ঠিক নেই। ১৯৭৭ সালে যখন শিবসেনা ভবন তৈরি হয়েছিল, তখন জনতা পার্টি এখানে একটি মিছিল বের করেছিল। এবং আমাদের ভবনে পাথর ছুঁড়েছিল, যার জবাবে আমাদের শিবসৈনিকরা উপর থেকে টিউবলাইট ছুঁড়েছিল।” এরপর রাজ ঠাকরে বিজেপিকে সতর্ক করে বলেন, ‘কেউই চিরকাল ক্ষমতায় থাকে না। আজ যারা ক্ষমতায় আছেন তাদের এখনই ভাবা উচিত যে তারা যখন ক্ষমতায় থাকবেন তখন তারা কী করবেন? মহারাষ্ট্রকে উত্তরপ্রদেশ-বিহার রাজ্যে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। এটি বিপজ্জনক।’

এরপর একই সুরে কন্ঠ মিলিয়ে উদ্ধব ঠাকরে বলেন, “আমি খুশি যে আমরা আবারও একত্রিত হয়েছি। সমগ্র মহারাষ্ট্র আমাদের একত্রিত দেখে খুশি। আমরা আমাদের প্রতিজ্ঞা জনগণের চরণে উৎসর্গ করেছি।’ এরপর বিজেপিকে লক্ষ্য করে উদ্ধব ঠাকরে বলেন, “গণতন্ত্র বলে আর কিছু নেই। প্রথমে ভোট চুরি করা হত, এখন প্রার্থীদের চুরি করা হচ্ছে। শাসক দলের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত করার জন্য এক ভয়াবহ প্রতিযোগিতা চলছে।” এরপর হিন্দু-মেরঠে মেয়র ইস্যুতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের মন্তব্য নিয়ে উদ্ধব ঠাকরে প্রশ্ন তুলে বলেন, “আমি নিশ্চিত যে মুম্বইয়ের মেয়র একজন মেরঠে হবেন, কিন্তু বিজেপির উচিত ব্যাখ্যা করা যে তারা যখন আমাদের সঙ্গে ক্ষমতায় ছিল তখন কাকে ডেপুটি মেয়র হিসেবে নিয়োগ করেছিল? বিজেপি কি বিশ্বাস করে যে মেরঠেরা হিন্দু নয়?

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ধুম ৩-স্টাইলে চুরি, পুলিশকে বোকা বানিয়ে ১৫ লক্ষ টাকার গাড়ি নিয়ে পালাল দুই চোর

উত্তরপ্রদেশে এসআইআরের খসড়া তালিকা প্রকাশ, বাদ গেল ২ কোটি ৮৯ লক্ষের নাম

‘আমারও প্যারোল চাই’, ধর্ষক রাম রহিমের পর এবার আবদার মাফিয়া ডন আবু সালেমের

নেপালে মসজিদ ভাঙচুর নিয়ে উত্তেজনা তুঙ্গে, জারি কার্ফু, সীমান্ত সিল করল ভারত

কারুরে পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় অভিনেতা বিজয়কে তলব CBI-এর

‘বিলাস রাও দেশমুখের নাম মুছে ফেলতে পারবেন না’, মহারাষ্ট্রের বিজেপি মুনিয়াকে চ্যালেঞ্জ পুত্র রীতেশের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ