এই মুহূর্তে




রামমন্দিরের নির্মাণের কাজ সম্পূর্ণ জুনের মধ্যে, রাম দরবারের প্রাণ প্রতিষ্ঠা ৫ জুন




নিজস্ব প্রতিনিধিঃ ২০২৪ সালের জানুয়ারিতে অযোধ্যায় রাম জন্মভূমিতে প্রতিষ্ঠিত হয়েছে রামমন্দির। অনেক আইনি সংগ্রামের পর বাবরি মসজিদ ভেঙে অবশেষে রামমন্দির নির্মাণ করা হয়েছে। মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দেশের নানা মহলের শীর্ষমানের ব্যক্তিত্বরা। উপস্থিত ছিলেন বলি তারকারাও। প্রায় এক সপ্তাহ ধরে চলেছিল উদ্বোধনী অনুষ্ঠান। ২২ জানুয়ারি হয়েছে রাম লালার প্রাণ প্রতিষ্ঠার দিন। সেদিন গোটা দেশের চোখ ছিল টিভির পর্দায়। অযোধ্যায় রাম জন্মভূমিতে রাম প্রতিষ্ঠা, এটি যেন গোটা ভারতবর্ষের কাছে গর্বের মুহূর্ত ছিল।

যাই হোক, অযোধ্যার রামমন্দিরে রামকে ৫ বছর বয়সী কিশোররূপে পুজো করা হচ্ছে। তবে রাম মন্দির যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখনও পর্যন্ত মন্দিরের কাজ শেষ হয়নি। লোকসভা নির্বাচনের আগে তড়িঘড়ি মন্দির উদ্বোধন করা হয়। উদ্বোধন হয়ে গেলেও মন্দির নির্মাণের কাজ অব্যাহত ছিল। অবশেষে আগামী জুনে ই শেষ হতে চলেছে রামমন্দিরের সম্পূর্ণ নির্মাণ কাজ। আগামী ৫ জুনে হবে ‘রাম দরবার’-এর প্রাণ প্রতিষ্ঠা। অর্থাৎ ওইদিন উদ্বোধন হবে রাম দরবারের। শ্রী রাম জন্মভূমি নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্রের জানিয়েছেন, অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ কাজ ৫ জুনের মধ্যে সম্পন্ন হবে।

রাম দরবারের ‘প্রাণ প্রতিষ্ঠা’ (প্রতিষ্ঠা) ৩ থেকে ৫ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। মিশ্র আরও জানিয়েছেন যে, আগামী ৫ জুন রাম মন্দিরে আয়োজিত ‘রাম দরবার’ প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের আধ্যাত্মিক নেতাদের আমন্ত্রণ জানানো হবে। তবে, কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনও ভিআইপি বা রাজনৈতিক নেতা এই অনুষ্ঠানে অংশ নেবেন না। কারণ মন্দির নির্মাণের পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। ৫০০ বছরেরও বেশি সংগ্রামের পর এই মুহূর্তটি এসেছে। পবিত্রকরণের পর, অনুষ্ঠানের এক সপ্তাহের মধ্যে মন্দিরের নবনির্মিত অংশ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

একদিনেই ৫ ড্রিমলাইনার বিমান উড়ান বাতিল এয়ার ইন্ডিয়ার, আতঙ্কিত যাত্রীরা

খামেনির দশা হবে সাদ্দাম হুসেনের থেকেও খারাপ, হুঙ্কার ইজরায়েলের

মুক্তিযুদ্ধে একাই খতম করেছিলেন ৬ রাজাকারকে, না ফেরার দেশে বীরাঙ্গনা সখিনা

বেটিং অ্যাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ইডির, নজরে হরভজন, যুবরাজ, রায়নারা

আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত্যু ভারতীয় ক্রিকেটারের! খেলতেন লিডস মডার্নিয়ান্স ক্লাবে

ফের বিমানে বোমাতঙ্ক, নাগপুরে জরুরি অবতরণ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ