এই মুহূর্তে




দিল্লির মুখ্যমন্ত্রীর মসনদে রেখা গুপ্ত, বৃহস্পতিতে শপথ




নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সব জল্পনার অবসান। রাজধানীর মুখ্যমন্ত্রীর মসনদে বসছেন শালিমার বাগের বিধায়ক রেখা গুপ্ত। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে দিল্লির নবনির্বাচিত বিজেপি বিধায়ক দলের বৈঠকেই তাঁকে পরিষদীয় দলনেত্রী হিসাবে বেছে নেওয়া হয়েছে। আগামিকাল ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানীর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন প্রথমবার বিধায়ক হওয়া রেখা গুপ্ত।  

সদ্য সমাপ্ত নির্বাচনে দীর্ঘ ২৭ বছর বাদে রাজধানী শাসনের ভার ফিরে পেয়েছে পদ্ম শিবির। দিল্লি বিধানসভার ৭০ আসনের মধ্যে ৪৮টিতে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থীরা। আর অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির ঝুলিতে গিয়েছে ২২টি আসন। ২৭ বছর বাদে জেতা দিল্লির কুর্সিতে কাকে বসানো হবে তা নিয়ে গত কয়েকদিন ধরেই জোর চর্চা চলছিল। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন অনেকেই। তার মধ্যে ছিলেন অরবিন্দ কেজরিওয়ালকে হারানো প্রবেশ বর্মা। নয়া দিল্লি আসনের বিধায়ক আবার প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিং বর্মার ছেলে। এছাড়া জনকপুরী আসন থেকে জয়ী আশিস সুদের নাম নিয়েও চর্চা চলছিল। যিনি আবার বিজেপি শীর্ষ নেতৃত্বের অত্যন্ত ঘনিষ্ঠ। এছাড়া রোহিনীর বিধায়ক বিজেন্দ্র গুপ্ত, মালবীয় নগরের বিধায়ক সতীশ উপাধ্যায়ও মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন। বৈশ্য সম্প্রদায়ের প্রতিনিধি তথা আরএসএসের শীর্ষ পদাধিকারী জিতেন্দ্র মহাজন ও উত্তমনগরের বিধায়ক পবন শর্মার নাম নিয়েও জোর জল্পনা চলছিল।

মাঝে এও শোনা যাচ্ছিল আপের মহিলা ভোট ব্যাঙ্কে ফাটল ধরাতে দিল্লির মুখ্যমন্ত্রী পদে কোনও মহিলা মুখকে বেছে নেওয়ার বিষয়টি চিন্তাভাবনা করছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। এবারের ভোটে পদ্ম শিবিরের হয়ে যে ৪৮ জন বিধায়ক হয়েছেন তার মধ্যে মহিলা মাত্র চার জন। ওই চার জন হলেন, ‘নীলম পহলওয়ান, রেখা গুপ্তা, পুনম শর্মা এবং শিখা রায়। এদের মধ্যে দুজনের নাম মুখ্যমন্ত্রীর পদের জন্য ভেসে উঠেছিল। প্রথমজন শালিমার বাগের বিধায়ক রেখা গুপ্ত। যিনি বণিক সমাজের প্রতিনিধি। প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও এই সমাজের প্রতিনিধি ছিলেন। রেখা গুপ্তের পাশাপাশি মুখ্যমন্ত্রীর দৌড়ে ছিলেন গ্রেটার কৈলাশ থেকে নির্বাচিত শিখা রায়ও। যিনি আপের সৌরভ ভরদ্বাজকেও হারিয়ে জিতেছেন। তবে সবাইকে টেক্কা দিয়েছেন প্রথমবার বিধায়ক হওয়া রেখা। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা একদা সঙ্ঘের ছাত্র সংগঠন এবিভিপির নেত্রী ছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি পদের নির্বাচনেও জিতেছিলেন তিনি। এদিন পরিষদীয় দলের বৈঠকে রেখার নাম প্রস্তাব করেন অরবিন্দ কেজরিওয়ালকে হারানো প্রবেশ বর্মা। 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নম্বর বাড়িয়ে দেওয়ার টোপে ছাত্রীদের ধর্ষণ, ৭২ ঘন্টা বাদে পুলিশি জালে হাথরসের অধ্যাপক

সিবিআই অফিসার পরিচয় দিয়ে বৃদ্ধাকে ২ মাস ধরে ডিজিটাল অ্যারেস্ট, অ্যাকাউন্ট থেকে গায়েব ২০ কোটি

বিশ্বের সবচেয়ে দামি কুকুর! ৫০ কোটি দিয়ে কিনেছেন বেঙ্গালুরুর বাসিন্দা

ছত্তিশগড়ে জোড়া এনকাউন্টারে খতম ৩০ মাওবাদী, শহিদ এক ১ পুলিশ কর্মী

মোদি সরকারের বিরুদ্ধে মামলা ঠুকে দিল ইলন মাস্কের ‘এক্স’, সঙ্ঘাতের কারণ কী?

ধর্ষণ মামলার শুনানিতে পুলিশের উপর রেগে গেলেন দেশের প্রধান বিচারপতি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর