এই মুহূর্তে




তাহাউর রানার বিরুদ্ধে এনআইএ’র হয়ে আদালতে লড়ছেন এই দুঁদে আইনজীবী




নিজস্ব প্রতিনিধি: ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার আসামি তাহাউর রানাকে নিয়ে বিশেষ বিমান বৃহস্পতিবার বিকেলে দিল্লিতে অবতরণ করেছে। দিল্লিতে এনআইএয়ের বিশেষ আদালতেই  কুখ্যাত জঙ্গি নেতার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলবে। আর পাক বংশোদ্ভুত মুম্বই হামলার মূলচক্রী তাহাউরকে ফাঁসির দড়িতে ঝোলাতে দুঁদে আইনজীবীকে নিয়োগ করতে চলেছে জাতীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর প্রবীণ আইনজীবী দয়ান কৃষ্ণানই মুম্বই হামলার মূলচক্রী তাহাউরের বিরুদ্ধে জাতীয় তদন্তকারী সংস্থার (NIA) হয়ে মামলা লড়বেন। প্রসঙ্গত, মুম্বই হামলার অন্যতম সন্ত্রাসবাদী আজমল কাসভের হয়ে লড়াই করেছিলেন উজ্জ্বম নিকম। তিনি পরবর্তীতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।

দীর্ঘ কয়েক বছরের লড়াই শেষে তাহাউর রানাকে হাতে পেয়েছে এনআইএ।  ৬৪ বছর বয়সী কুখ্যাত সন্ত্রাসীকে নিয়ে একটি বিশেষ চার্টার্ড বিমান বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র ত্যাগ করে। বৃহস্পতিবার দুপুরে ছোঁয় পালাম বিমানবন্দরের মাটি। কড়া নিরাপত্তায়  রানাকে নিয়ে যাওয়া হয়েছে এনআইএ’র সদর দফতরে। পাকিস্তানের পঞ্জাবের চিচাওয়ান্তিতে ১৯৬১ সালের ১২ জানুয়ারি জন্ম তাহাউরের। ক্যাডেট কলেজ হাসান আবদালে পড়াকালীন সময়ে ডেভিড হ্যাডলির সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব হয় তার। হ্যাডলিই পরে মুম্বইতে ২৬/১১ হত্যাকাণ্ডের অন্যতম চক্রী হয়ে ওঠে। পাকিস্তানের সেনার মেডিক্যাল কর্পসে ‘ক্যাপ্টেন জেনারেল ডিউটি প্র্যাকটিশনার’ হিসাবে কাজ করেছে রানা। ১৯৯৭ সালে পাকিস্তানি সেনা থেকে সরে এসে স্ত্রীর সঙ্গে কানাডা চলে যায় রানা। ২০০১ সালে আসে কানাডার নাগরিকত্ব। এরপর তাহাউর ধীরে ধীরে জঙ্গি কার্যকলাপে লিপ্ত হয়। তাহাউর ও হ্যাডলি দু’জনে মিলেই ২৬/১১ মুম্বই হামলার পরিকল্পনা করে। এই হত্যাকাণ্ডে ২০০৮ সালে অর্থ সহ বাকি সহায়তা করেছিল রানা।

দয়ান কৃষ্ণান কে?

দয়ান কৃষ্ণান দেশের শীর্ষস্থানীয় ফৌজারি আইন বিশেষজ্ঞ। তিনি সুপ্রিম কোর্টের একজন প্রবীণ আইনজীবী। কৃষ্ণান ১৯৯৩ আইন স্কুল থেকে স্নাতক হন। ১৯৯৯ সাল থেকে প্রাক্টিস শুরু করেন। কৃষ্ণান ২০০১ সালের সংসদ হামলা, কাবেরী নদীর জল বিবাদ সহ একাধিক হাই-প্রোফাইল মামলায় কাজ করেছিলেন। ১৯৯৯ সালে বিচারপতি জেএস ভার্মা কমিশনের সঙ্গেও কাজ করেছিলেন এই আইনজীবী।

২০১২ সালের ডিসেম্বরে দিল্লিতে নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলায় তিনি ছিলেন বিশেষ সরকারি আইনজীবী। অতীতেও কৃষ্ণান কেন্দ্র, এনআইএ এবং কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) এর পক্ষে কাজ করেছেন। ডিডিএ কেলেঙ্কারিতে সিবিআইয়ের আইনজীবী ছিলেন তিনি। রানার বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে ফৌজদারি ষড়যন্ত্র, ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, খুন, জালিয়াতি এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন। এদিকে, কেন্দ্রীয় সরকার ২৬/১১ মামলার জন্য অ্যাডভোকেট নরেন্দ্র মানকে বিশেষ সরকারি আইনজীবী হিসেবে নিযুক্ত করেছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাতেই পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত? সেনাপ্রধানের সঙ্গে ফের বৈঠক মোদির

অক্ষয় তৃতীয়াতেই ধাক্কা, মাদার ডেয়ারির পর দুধের দাম বাড়াল আমুল

স্কুলছাত্রের উপর অমানবিক অত্যাচার, পাকিস্তানি পতাকায় মূত্রত্যাগ করতে বাধ্য করল দুষ্কৃতীরা

১ মে থেকে দেশে পাঁচটি বড়সড় পরিবর্তন, চাপ পড়তে চলেছে পকেটে

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় মুখোমুখি ভারত ও পাক বায়ু সেনার যুদ্ধবিমান!

পুলিশের ভ্যান থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ১ আসামির, পথ অবরোধ নিহতের পরিবারের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর