এই মুহূর্তে




তেজিভাব শেয়ারবাজারে, লক্ষ্মীবারে ৩ লক্ষ কোটি পকেটে পুরলেন লগ্নিকারীরা

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সামনেই ধনতেরাস ও আলোর উ‍ৎসব দিওয়ালি। তার আগেই তেজি ঘোড়ার মতো ছুটে চলেছে শেয়ারবাজার। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ৮৬২ সূচক বেড়ে ৮৩,৪৬৭ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছে সেনসেক্স।আর নিফটি ২৬১ পয়েন্ট বেড়ে ২৫,৫৮৫.৩০ সূচক নিয়ে বন্ধ হয়েছে। একদিনেই ৩ইন লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ হয়েছে বিনিয়োগকারীদের। ফলে লক্ষ্মীবারে মুখের হাসি চওড়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কবাণে খানিকটা হলেও রক্তাক্ত হয়েছিল শেয়ারবাজার। যদিও ওই ধাক্কা কাটিয়ে গত কয়েকদিন ধরেই বাজার ঊর্ধ্বমুখী। গতকাল বুধবার বাজার বন্ধের সময়ে সেনসেক্স ছিল ৮২৬০৫.৪৩ সূচক। আর নিফটি ছিল ২৫,৩২৩ দশমিক ৫৫ পয়েন্ট। এদিন সকালে ১৮৯ পয়েন্ট বাড়তি নিয়ে সবুজ জোনে থেকেই লেনদেন শুরু করে সেনসেক্স। বাজার খোলার খানিকক্ষণের মধ্যেই চড়চড় করে বেড়ে ৮৩ হাজারের গণ্ডি ছাড়িয়ে যায়। তার পরে অবশ্য খানিকটা শ্লথ হয়ে পড়ে। দুপুরের পরে অবশ্য তেজি ঘোড়ার মতো ছুটতে থাকে। এক সময়ে মনে হচ্ছিল সাড়ে ৮৩ হাজারের গণ্ডি ছাড়িয়ে যাবে। যদিও তা হয়নি। খানিকটা দূরেই থমকে দাঁড়ায়।

এদিন শেয়ারবাজারে বিএসই’র শীর্ষ ৩০ সংস্থার মধ্যে জোমাটো ও ইনফোসিসের শেয়ারদর শুধুমাত্র কমেছে। বাকি ২৮ সংস্থার শেয়ারদর ছিল ঊর্ধ্বমুখী। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, টাইটান ও নেসলের মতো সংস্থার বিনিয়োগকারীরা মোটা লাভের মুখ দেখেছেন। নেসলের শেয়ারমূল্য একদিনেই ৪ শতাংশের মতো বেড়েছে। মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারদরও ১.৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, টাটা কনসালটেন্সি সার্ভিস, ভারতী এয়ারটেলের শেয়ারদরও সামান্য বেড়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বৃহস্পতিতে দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার, কারা হবেন নতুন সরকারে মন্ত্রী?

অন্ধ্রে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ! শীর্ষনেতা হিডমার মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে আরও ৭ মাওবাদী খতম

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

মর্মান্তিক! অস্ট্রেলিয়ায় ৮ মাসের গর্ভবতী ভারতীয় মহিলাকে পিষে মারল বিএমডাব্লু গাড়ি

লঞ্চ হল X Chat, তবে কি WhatsApp-এর দিন শেষ?

আপগ্রেডের চমক! আসছে Redmi 15C, ফাঁস গুরুত্বপূর্ণ তথ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ