নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মঙ্গলবারেই বিনিয়োগকারীদের কাছে অমঙ্গলের বার্তা নিয়ে এল শেয়ারবাজার। সোমবার দিনভর টালমাটাল পরিস্থিতি শেষে কোনও ক্রমে পতন থেকে রক্ষা পেয়েছিল সেনসেক্স-নিফটি। কিন্তু মঙ্গলবার পতন এড়াতে পারল না। বাজার বন্ধের সময়ে ৭৮.২২ সূচক খুঁইয়ে ৬৫ হাজারের ঘরে নেমে গিয়েছে সেনসেক্স। আর আগের দিনের চেয়ে ৯.৮৫ পয়েন্ট কমে ১৯,৬৬৪.৭০ পয়েন্টে দাঁড়িয়েছে নিফটি। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাশাপাশি তথ্য-প্রযুক্তি সংস্থার শেয়ারদর জোর ধাক্কা খেয়েছে। তবে লাভের মুখ দেখেছে এফএমসিজির সঙ্গে যুক্ত সংস্থাগুলি।
মঙ্গলবার ৬৬,০২৩.৬৯ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। আর নিফটি দাঁড়িয়েছিল ১৯,৬৭৪.৫৫ পয়েন্টে। এদিন অবশ্য আগের দিনের চেয়ে সামান্য বেশি পয়েন্ট নিয়ে লেনদেন শুরু করেছিল সেনসেক্স। এশিয়া ও ইউরোপের বেশ কয়েকটি দেশে শেয়ারবাজার ছিল নিম্নমুখী। জাপান এবং হংকংয়ে শেয়ারবাজারে ধসের প্রভাব এসে পড়ে মুম্বইয়ের দালাল স্ট্রিটেও। ফলে লেনদেন শুরুর খানিকক্ষণের মধ্যেই নিচের দিকে নামতে থাকে সেনসেক্স। একসময়ে ৬৫,৮৬৫.৬৩ সূচকে নেমে যায়। পরে ধাক্কা সামলে খানিকটা ঊর্ধ্বমুখী হয়। তবে দিনের শেষে রেড জোনে নেমে যায় সেনসেক্স। বাজার বন্ধের সময়ে আগের দিনের চেয়ে ৭৮.২২ সূচক কমে ৬৫,৯৪৫.৪৭ পয়েন্ট নিয়ে বন্ধ হয় সেনসেক্স।
এদিন শেয়ারবাজারে পতনের মুখ দেখেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং তথ্য-প্রযুক্তি সংস্থাগুলি। যদিও টাটা স্টিল, নেসলে, এসার মোটরসের মতো সংস্থার শেয়ারদর আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। এসার মোটরসের শেয়ারমূল্য বেড়েছে ২.৫২ শতাংশ।