এই মুহূর্তে




মান্থার পরোক্ষ প্রভাবে তুষারপাত নাথুলায়, নৈসর্গিক সিকিম যেন এক টুকরো রূপকথা

নিজস্ব প্রতিনিধি: ভারতের উত্তর-পূর্ব অংশে অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা এই সাত রাজ্য পরিচিত সেভেন সিস্টার নামে। এই সাত রাজ্যের একমাত্র ভাই হল সিকিম। তাই সিকিমকে বলা হয় ব্রাদার। নৈসর্গিক সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে থাকা সিকিম অত্যন্ত সুন্দর।  তার মধ্যে সিকিম যখন বরফের চাদরে ঢেকে যায় তখন যেন সিকিমে নতুন করে রূপ খোলে।

সম্প্রতি অন্ধ্রপ্রদেশে ছারখার করেছে মান্থা। এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে ভারতের সব রাজ্যেই কম বেশি। সিকিমও ব্যতিক্রম নয়। বর্তমানে যারা সিকিমে রয়েছেন তারা দেখছেন চারদিকের শুধু শ্বেতশুভ্র বরফ। পাহাড় সমতলে বৃষ্টির কারণে তুষারপাত হয়েছে সিকিমের পাহাড়ি অঞ্চলে। ইতিমধ্যে সেখানে শুরু হয়েছে মরসুমী তুষারপাত।

শুক্রবার সকাল থেকে উত্তর পূর্ব সিকিমের একাধিক উচ্চভূমি ঢেকে গিয়েছে বরফের চাদরে। বিশেষ করে ছাঙ্গু, নাথুলা এবং লাচুং সাদা বরফে ঢাকা। রাতভর হয়েছে তুষারপাত। শুক্রবার সকালে রাস্তা এবং পার্শ্ববর্তী পাহাড়ের গায়ে জমা হয়েছে বরফের পুরু স্তর। এ দৃশ্য নিঃসন্দে দৃষ্টিনন্দন, কিন্তু যান চলাচলের জন্য প্রবল সমস্যাজনক। 

নর্থ সিকিমের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল হল লাচুং এবং ইয়ামথাং উপত্যকা। এই দুই স্থানেই দেখা গিয়েছে বরফের দৃশ্য।ইউমিসামডংয়ের বিস্তীর্ণ অঞ্চল ডেকে গিয়েছে বরফের সাদা চাদরে। প্রচন্ড বর্ষণের ফলে শিলিগুড়ি মিরিক রটে দুধিয়া আর বালাসন নদীর ওপর অস্থায়ীভাবে নির্মিত বেইলি ব্রিজ সাময়িকভাবে শুক্রবার বিকেল ৩টে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই রুটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বাস চলাচল বন্ধ রেখেছে।

তুষারের চাদরে ঢুকেছে সিকিমের সোমোগো, দার্জিলিংয়ের সান্দাকফু।  বর্তমানে পাহাড়ের বেশ কিছু জায়গায় ও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। ফলে পর্যটক আছেন ঠিকই তবে সাইট সিইং-এর ভিড় যেন কিছুটা কম। তার মধ্যেই বরফে ঢাকা চারদিক মন ভাল করে দিয়েছে সবার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

চার বছর আগে চলে যাওয়া গৃহবধূ ভোটার কার্ডের খোঁজে প্রাক্তন স্বামীর বাড়িতে, তারপর…

হাসিনার ফাঁসির রায়ের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  

৫ দিন নিখোঁজ থাকার পর জলাশয়ে ভাসল শিশুকন্যার দেহ, শোকের ছায়া গ্রামে

‘ভোটে লড়ার জন্য টিকিট চাইনি’, ফের সরব দিলীপ ঘোষ

কলকাতা থেকে গ্রেফতার জাল নথি সহ আফগান নাগরিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ