এই মুহূর্তে




মন্দিরের নিরাপত্তা রক্ষীর পুলিশি হেফাজতে মৃত্যুর তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দিলেন স্ট্যালিন




নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: পুলিশি হেফাজতে স্থানীয় মন্দিরের তরুণ নিরাপত্তা রক্ষীর মৃত্যু নিয়ে ক্ষুব্ধ খোদ তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। মঙ্গলবার (১ জুলাই) নিরাপত্তা রক্ষী আজিত কুমারের মৃত্যু নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছেন, ‘পুলিশ কর্মীরা যে অপকর্ম করেছে তা ক্ষমাহীন। তাই মৃত্যুর তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে।’

সম্প্রতি শিবগঙ্গা জেলার তিরুপুবনামে এক মন্দির থেকে দেব-দেবীর মূল্যবান অলঙ্কার সামগ্রী চুরি যায়। ওই চুরির ঘটনায় পুলিশ মন্দিরেরই নিরাপত্তা রক্ষী ২৭ বছরের অজিত কুমারকে গ্রেফতার করে। পুলিশি হেফাজতে থাকার সময়েই রহস্যজনকভাবে মৃত্যু হয় তরুণ নিরাপত্তারক্ষীর। নিহতের পরিবারের অভিযোগ, হেফাজতে থাকাকালীন পুলিশের অমানসিক নির্যাতনেই মৃত্যু হয়েছে অজিত কুমারের। ময়নাতদন্তের সময়ে নিহত নিরাপত্তা রক্ষীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন লক্ষ্য করেন চিকি‍ৎসকরা। পুলিশি হেফাজতে মৃত্যু নিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। চাপে পড়ে তিরুপুবনাম থানার ছয় পুলিশ কর্মীকেও সাসপেন্ড করা হয়েছে।

অজিত কুমারের মৃত্যুর ঘটনা নিয়ে মাদ্রাজ হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। ওই মামলার শুনানিতে পুলিশকে রীতিমতো তুলোধনা করে মাদুরাই বেঞ্চের বিচারপতিরা। একজন জেলা বিচারককে দিয়ে ঘটনার তদন্তেরও নির্দেশ দেন। আগামী ৮ জুলাইয়ের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। মামলার শুনানিতেই রাজ্য সরকারের তরফে জানানো হয়, উচ্চ আদালত যদি মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিতে চায় তাহলে দিতে পারে। কোনও আপত্তি নেই রাজ্যের।’ এর পরেই রাতে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে পুলিশি হেফাজতে অজিত কুমারের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সর্বাত্মক সাহায্য করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি নিহত নিরাপত্তা রক্ষীর মা-বোন সহ পরিবারের সদস্যদের সঙ্গেও তিনি কথা বলেছেন বলে জানান তামিলনাডুর মুখ্যমন্ত্রী।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নেপাল-চিন সীমান্তে আকস্মিক বন্যায় ভেসে গেল একের পর এক গাড়ি, নিখোঁজ অন্তত ১৮

দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে NRC নোটিশ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

ভূত তাড়ানোর নামে মাকে পিটিয়ে মারল ছেলে

তামিলনাড়ুতে রেললাইন পার হওয়া স্কুলবাসে ট্রেনের ধাক্কা, ৩ শিশুর মৃত্যু

ডাইনি অপবাদে পূর্ণিয়ায় একই পরিবারের ৫ জনকে জ্যান্ত পুড়িয়ে খুন

পরকীয়ায় বাধা! প্রেমিকের সঙ্গে মিলে প্রতিবন্ধী স্বামীকে গলা টিপে খুন করলেন তিন সন্তানের মা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ