এই মুহূর্তে




নগদকাণ্ডে নাম জড়ানো বিচারপতিকে এলাহাবাদ হাইকোর্টে বদলির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস প্রধান বিচারপতির




নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নগদকাণ্ডে নাম জড়ানো দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) এলাহাবাদ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন-সহ আইনজীবীদের ছয়টি সংগঠনকে এমনই আশ্বাস দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।

দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার নিয়ে তোলপাড় গোটা দেশ। হোলির সময়ে বিচারপতি বর্মার দিল্লির বাংলোয় আগুন লেগেছিল। সেই সময় অবশ্য বাড়িতে বিচারপতি কিংবা তাঁর পরিবারের সদস্যরা ছিলেন না। আগুন নেভাতে গিয়েই চক্ষু চড়কগাছ হয়ে যায় দমকল কর্মীদের। বাড়ির বিভিন্ন আংশ থেকে রাশি-রাশি টাকার খোঁজ মেলে। দমকলের তরফে বিষয়টি জানানো হয় দিল্লি পুলিশকে। আর দিল্লি পুলিশের তরফে সুপ্রিম কোর্টের গোচরে আনা হয় বিষয়টি। এক কর্মরত বিচারপতির বাড়ি থেকে রাশি-রাশি টাকা উদ্ধারের পিছনে যে ‘ডাল মে কুছ কালা হ্যায়’ তা নিয়ে কোনও সন্দেহ হয়নি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। কর্মরত বিচারপতির বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধারের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় বিচার ব্যবস্থার স্বচ্ছতা। তড়িঘড়ি সুপ্রিম কোর্টের কলেজিয়াম অভিযুক্ত বিচারপতির বিচারের ক্ষমতা কেড়ে নেওয়ার পাশাপাশি এলাহাবাদ হাইকোর্টেও বদলি করে।  

যদিও বিচারপতি বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন। সংগঠনের তরফে তীব্র উষ্মা প্রকাশ করে বলা হয়েছিল,  ‘এলাহাবাদ হাইকোর্ট কোনও আস্তাকুঁড়ে নয়। অভিযুক্ত এবং কলঙ্কিত কোনও বিচারপতিকে মেনে নেওয়া হবে না।’ নগদকাণ্ডে অভিযুক্ত বিচারপতিকে এলাহাবাদ হাইকোর্টে বদলির প্রতিবাদে কর্মবিরতি শুরু করে এলাহাবাদ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন-সহ আইনজীবীদের ছয়টি সংগঠন। ফলে অচলাবস্থার সৃষ্টি হয়। সেই অচলাবস্থা কাটাতে কর্মবিরতির ডাক দেওয়া ছয় সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। বৈঠক শেষে এলাহাবাদ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অনিল তিওয়ারি সাংবাদিকদের বলেন, ‘প্রধান বিচারপতিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, অভিযুক্ত বিচারপতি যশবন্ত বর্মার বদলির সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে না। উনি আশ্বাস দিয়েছেন বিষয়টি পুনর্বিবেচনা করবেন। তাছাড়া এলাহাবাদ হাইকোর্টে বদলি হলেও বিচার করার ক্ষমত থাকছে না বিচারপতি বর্মার। বাড়ি থেকে রাশি-রাশি টাকা উদ্ধার হওয়ার পরেও কেন কোনও এফআইআর করা হল না, তাও জানতে চেয়েছি আমরা।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দীর্ঘ  দু’দশকের প্রতীক্ষার অবসান, অবশেষে সিবিএসই’র স্বীকৃতি পেল লাদাখের র‍্যাঞ্চো স্কুল

তিরুঅনন্তপুরম বিমানবন্দরে বোমাতঙ্ক! হুমকি ইমেল ঘিরে তীব্র চাঞ্চল্য, চলছে তল্লাশি

মন্দির ধ্বংসের হুমকি দিয়ে মুসলিম যুবক মাতলেন পহেলগাঁও হামলার আনন্দে, উচিত শিক্ষা দিলেন স্থানীয়রা

আর্থিক লেনদেনে বিমানবন্দর-সহ প্রকাশ্য স্থানের Wi-Fi ব্যবহার না করার জন্য সতর্ক করল কেন্দ্র

সরকারি ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়, বাজেয়াপ্ত BMW, ২৮ একর জমি

পহেলগাঁওকাণ্ডের জের, নিয়মের গেরোয় মাকে ছেড়ে পাকিস্তানে ফিরতে হল একরত্তি শিশুকে

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর