23ºc, Haze
Wednesday, 1st February, 2023 2:45 am
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সুরাপায়ীদের জন্য দুঃসংবাদ।
চারদিন বন্ধ থাকবে মদের দোকান। আবগারি দফতরের তরফ থেকে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এই খবর দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিল্লিতে রবিবার পুরসভার ভোট। তাই, শুক্রবার থেকে রবিবার এবং ভোট গণনার দিন রাজধানীর সব মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি পুরসভার ভোট আগামী রবিবার। আর ভোট গণনা ৭ ডিসেম্বর।
বৃহস্পতিবার দিল্লি আবগারি দফতরের কমিশনার কৃষ্ণা মোহন আপ্পু জানিয়েছেন, আবগারি আইনের ৫২ নম্বর ধারা অনুসারে আগামী ২ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর রাজধানীর সব মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার ভোট। ভোট গনণা আগামী ৭ ডিসেম্বর। এই দিনও দিল্লির সব মদের দোকান বন্ধ থাকবে।
পরপর টানা তিনদিন মদের দোকান বন্ধ খাকার বিজ্ঞপ্তি ঘোষণা হতেই দিল্লির প্রতিটি মদের দোকানে দীর্ঘলাইন পরে। অনেকেই কর্মস্থলে যাওয়ার পরিবর্তে মদের দোকানে লাইন দেন। মদ কেনার সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন করতে হয় পুলিশ। সময় যত গড়িয়েছে মদের দোকানের লাইন তত লম্বা হয়েছে।
দিল্লি পুরসভার ২৫০টি আসনে রবিবার ভোট নেওয়া হবে। অন্যান্যবারের মতো এবারেই লড়াই ত্রিমুখী – আম আদমি পার্টি, কংগ্রেস এবং বিজেপি। আপ একদিকে ক্ষমতা ধরে রাখতে মরীয়া। অন্যদিকে, কংগ্রেস এবং বিজেপির লড়াই পুরসভা দখলের।
আরও পড়ুন অস্ট্রেলিয়ায় তরুণীকে খুন করে ভারতে গা-ঢাকা, চার বছর পর দিল্লিতে ধৃত আততায়ী